সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: আগুপিছু না ভেবে তারস্বরে বাজনা। বিয়ে বাড়ির অনুষ্ঠানে পৌঁছল পুলিশ। তবে পুলিশ দেখে সিঁটিয়ে যাওয়া তো দূর, বরং পুলিশের সঙ্গেই বচসা, তরজা বাধে বলে জানা গিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, লাঠিচার্জ করেও পরিবারের লোকজনকে শান্ত করা যায়নি বলে অভিযোগ পুলিশের। যদিও পুলিশ গুলি চালিয়েছে বলে পাল্টা দাবি করেছে পুলিশ। তবে পুলিশের আচরণের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা। পুলিশ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। 


বিয়ে বাড়িতে বক্স বাসানো ঘিরে অশান্তি


পুরুলিয়ার (Purulia News) ঝালদা (Jhalda News) মহকুমার তুলিন ফাঁড়ির অন্তর্গত তুলিন এলাকারই ঘটনা। বুধবার রাতে সেখানে একটি বিয়ে বাড়িতে তারস্বরে ডিজে বক্স বাজানো হচ্ছিল বলে অভিযোগ। অভিযোগ পেয়ে রাতে ওই বিয়ে বাড়িতে হাজির হয় তুলিন ফাঁড়ির পুলিশ। বক্স বাজানো নিয়ে পরিবারের লোকজনকে পুলিশ হুঁশয়ারি দেয় বলে অভিযোগ। তাতেই দু'পক্ষের মধ্যে ঝামেলা বাধে বলে জানা গিয়েছে। 


পরিবারের লোকজন এবং পাড়া-প্রতিবেশিদের অভিযোগ, বিয়ে বাড়ির লোকজনের সঙ্গে বচসা বাধলে এলোপাথাড়ি লাঠি চালায় পুলিশ। এক রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। পুলিশ যদিও সম্পূর্ণ ভাবে অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু ক্ষোভ কমছে না এলাকাবাসীর। 


আরও পড়ুন: TMC Disciplinary Committee: পার্থকে 'ছাঁটলেন' মমতা! তৃণমূলের শৃঙ্খলা কমিটির মাথায় এ বার সুব্রত


এই ঘটনায় বুধবার রাত থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এ ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ইচ্ছাকৃত ভাবে বিয়েবাড়িতে ঢুকে পুলিশ গন্ডগোল বাধায় বলে অভিযোগ। তাই এর বিহিত করতে হবে বলে দাবি তুলেছেন এলাকার মানুষ। 


পুলিশের আচরণের প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের


সেই দাবি নিয়েই বৃহস্পতিবার সকালে পুরুলিয়া- রাঁচি জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিয়ে বাড়ির সদস্য-সহ গ্রামবাসীদের একাংশ। তাতে তীব্র সমস্যা দেখা দেয়। যানজটে থমকে যায় গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী নামাতে হয়। কোনও অপ্রীতিকর ঘটনা যদিও সামনে আসেনি। তবে এই ঘটনায় ওই এলাকাতে তো বটেই, আশেপাশের এলাকাতেও উত্তেজনা ছড়িয়েছে।