সন্দীপ সমাদ্দার,পুরুলিয়া: সরকারের ঘরে নিরাপত্তার আশ্বাস রয়েছে। তাই কুড়িয়ে বাড়িয়ে যা পেরেছিলেন পোস্ট অফিসেই (Post Office) জমা করেছিলেন। কিন্তু সেখানেই গ্রাহকদের স্থানীয় আমানত নিয়ে দুর্নীতির অভিযোগ। কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ খোদ পোস্টমাস্টারের বিরুদ্ধে। তাতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বিষয়টি সামনে আসার পর থেকেই অভিযুক্ত পোস্ট মাস্টার নিখোঁজ বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে অভিযোগ।
কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ পোস্ট মাস্টারের বিরুদ্ধে
পুরুলিয়ার (Purulia News) ঝালদায় (Jhalda News) এলাকার ছোট্ট গ্রামীণ ডাকঘর। আর সেখানেই আমানতের নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পোস্ট মাস্টারের বিরুদ্ধে। টাকা ফেরতের দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। এই প্রেক্ষাপটে ‘নিখোঁজ’ অভিযুক্ত পোস্ট মাস্টার। পরিবারের তরফে মিসিং ডায়েরি দায়ের করা হয়েছে পুরুলিয়া জিআরপি থানায়।
অভিযুক্ত পোস্ট মাস্টারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ঝালদা পোস্ট অফিসের ইন্সপেক্টর। পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের অন্তর্গত পাট ঝালদা গ্রামে রয়েছে এই শাখা ডাকঘর। এখানকার পোস্টমাস্টার পদে রয়েছেন সম্যক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে স্থানীয় গ্রামবাসীদের একাংশের অভিযোগ, স্থায়ী আমানতের নামে টাকা সংগ্রহ করে তা আত্মসাৎ করেছেন তিনি।
ঝালদা ডাকঘর সূত্রে খবর, যে সব পাসবই এবং সার্টিফিকেট নিয়ে আমানতকারীরা টাকা তুলতে এসেছিলেন, তা সবই স্ক্যান করা। একটাও আসল নথি নয়। এক আমানতকারী বলেন, ‘‘বাড়ি তৈরির জন্য ১০ হাজার টাকা তুলতে গিয়েছিলাম। বলল, এসব আসল নয়। স্ক্যান করা সার্টিফিকেট।’’
ঝালদা উপ-ডাকঘরের পোস্ট মাস্টার মধুমঙ্গল দাস বলেন, ‘‘ওই ডাকঘরে এনএসসি, এমআইএস করার অনুমতি নেই। যা আনা হয়েছিল সবই স্ক্যান করা। উর্ধ্বনত কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা খোঁজ নিয়ে দেখবে।’’
প্রতারণার অভিযোগ নতুন মাত্রা পেয়েছে অভিযুক্ত পোস্ট মাস্টারের আত্মীয়ের কথায়। অভিযুক্ত পোস্টমাস্টারের কাকা পার্থসলিল ভট্টাচার্য বলেন, ‘‘আমরা প্রায় ৫০ লক্ষ টাকা ইতিমধ্যেই ফেরত দিয়েছি।’’ অভিযুক্ত পোস্টমাস্টারের পরিবার সূত্রে দাবি, বুধবার বাড়ি থেকে বেরনোর পর আর ফেরেননি তিনি।
টাকা ফেরত দিতে হবে বলে বিক্ষোভ গ্রামবাসীদের
এর আগে, নথি জাল করে সাড়ে ৫ কোটির বেশি টাকা তছরুপের অভিযোগে গত মাসে সিঁথির প্রাক্তন পোস্ট মাস্টারকে গ্রেফতার করা হয়। ১১ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগে গত মে মাসে বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সাব পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার গ্রেফতার হন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, রাজ্যের বিভিন্ন পোস্ট অফিসে দুর্নীতির