ঝালদা : ঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর (Congress Councillor) খুনের ঘটনায় সিটের তদন্তে খুশি নন নিহতের স্ত্রী। রাজ্য পুলিশের ওপর আস্থা না রেখে ফের সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় ৫ জন পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে। 


নিহত কাউন্সিলরের স্ত্রীর দাবি, মূল অভিযুক্ত ঝালদা থানার আইসি-র বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। তাই পুলিশি তদন্তে তাঁদের আস্থা নেই বলে জানিয়েছেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু।


তিনি বলেন, "ঠিকমতো তদন্তই করছে না। একে তো সাত দিন পরে এই তদন্ত শুরু হয়েছে। যাদের যাদের বিরুদ্ধে আমার অভিযোগ, তাদেরই গ্রেফতার করেনি। কোনও কিছুই করা হচ্ছে না। আইসি পর্যন্ত সিটে বসে আছেন। তাই আমি সিবিআই তদন্ত চাইছি। ঝালদাবাসী সব সময় আমার সঙ্গে আছে। তাই আমি এই লড়াই লড়েই যাব। দোষীদের যেন শাস্তি হয়। আইসি-র বিরুদ্ধে আমার অভিযোগ। উনি তো এখনও ডিউটি করেই যাচ্ছেন। তাঁকে সাসপেন্ড করা হোক।"


আরও পড়ুন ; ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় ৫ পুলিশ কর্মীকে ক্লোজ


এদিকে ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় প্রকাশ্যে আসা আরও একটি অডিও ক্লিপ ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, ফোনে ঝালদার আইসি শাসানি দেন তপন কান্দুর আরেক ভাইপোকে। অডিও ক্লিপের সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। কোনও অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিশ।


নিহতের ভাইপো মিঠুন কান্দুর চাঞ্চল্যকর দাবি, অডিও ক্লিপে তাঁর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে ঝালদা থানার ইন্সপেক্টর ইন চার্জ সঞ্জীব ঘোষকে !


নিহত কাউন্সিলরের পরিবারের সদস্যদের অভিযোগ, নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই ঝালদার আইসি সঞ্জীব ঘোষ তপন কান্দু ও তাঁর স্ত্রী পূর্ণিমার ওপর চাপ তৈরি করছিলেন, যাঁতে তারা তৃণমূলে যোগ দিয়ে, তৃণমূলের হয়ে লড়াই করেন! অভিযোগের প্রেক্ষিতে কয়েকদিন আগে একটি অডিও টেপ ভাইরাল হয়।