হংসরাজ সিংহ, পুরুলিয়া : টানা পাঁচদিন ভোগান্তির পর পুরুলিয়ায় (Purulia) রেল-সড়ক অবরোধ প্রত্যাহার করল কুড়মি সম্প্রদায় (Kurmi Community)। আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতো (Ajit Mahato) জানিয়েছেন, নবান্ন থেকে চিঠি পাঠিয়ে মুখ্যসচিবের (Chief Secretary) সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাব আদতে ধোঁকাবাজি। তাই রাজ্যের প্রস্তাব না মেনে, নিজেরাই অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি কুড়মিদের নেতা অজিত মাহাতোর। কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর আন্দোলন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। তবে পুরুলিয়ায় অবরোধ উঠলেও, খেমাশুলিতে কুড়মি আন্দোলন এখনও চলছে। অজিত মাহাতো আজ সাফ বলেন, "এটা পুরোপুরি আদিবাসী সমাজের নিরপেক্ষ আন্দোলন। এটা কোনও সরকার বা দলের বিষয় নয়। যে চিঠিটি দেওয়া হয়েছিল, তাতে লেখা ছিল সিএসের সঙ্গে ১০ তারিখে বৈঠক। সেখানে আপনারা আসুন। চিঠি ফেরত দিলাম, মানিনি। এতে কোনও কাজ হবে না। এর আগও এরকম করেছে। কোনও লাভ হবে না। তাই আমরা চিঠি প্রত্যাখ্যান করলাম।"


কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্তি, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে গত পাঁচ দিন ধরে লাগাতার আন্দোলন চালায় কুড়মি সম্প্রদায়। প্রশাসন ও পুলিশের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরেও মেলেনি রফাসূত্র। কাটেনি জট, পাঁচদিন ধরে চলে কুড়মি আন্দোলন। চলে রেল ও রাস্তা অবরোধ। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আদিবাসী কুড়মিদের আন্দোলনে জেরে রবিবারও বিপর্যস্ত থেকেছে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। বাতিল করা হয় বহু ট্রেন।


যাত্রী-ভোগান্তি-


এভাবে রেল-সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। আজ সকালে তির-ধনুক নিয়ে মিছিল করেন কুড়মিরা। দাবি পূরণ না হলে আজ থেকেই বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে তাঁরা জানান। আজ সকাল পর্যন্ত প্রশাসনের সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের দফায় দফায় বৈঠকের পরেও সমাধান সূত্র না মেলায় পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর স্টেশন ও পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে চলে অবরোধ। 


এপ্রসঙ্গে উল্লেখ্য, কুড়মি আন্দোলনের জেরে ৫ দিনে প্রায় ৫০০ ট্রেন বাতিল করা হয়েছে। তীব্র গরমে চূড়ান্ত হয়রানির শিকার হন সাধারণ মানুষ।


আরও পড়ুন ; ‘রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে', কুড়মি আন্দোলন প্রসঙ্গে নিশানা শুভেন্দুর