হংসরাজ সিংহ, পুরুলিয়া: পুরুলিয়ায় (Purulia) বজ্রাঘাতে মৃত্যু তিন জনের, আহত এক। পুরুলিয়ার পারায় বাজ পড়ে ২ যুবকের মৃত্যু, রঘুনাথপুরে মৃত্যু কৃষকের। আদ্রায় বজ্রাঘাতে গুরুতর আহত গৃহবধূ, ভর্তি রঘুনাথপুর হাসপাতালে।


ফের বজ্রাঘাতে মৃত্যু: এদিন বেলা বাড়তেই বৃষ্টি শুরু হয় পুরুলিয়ার একাংশে। সেইসঙ্গে পড়ে বাজও। সেই সময়ে পুকুর থেকে স্নান করে বাড়ি ফিরছিলেন শাঁকড়া গ্রামের বছর উনিশের দুই যুবক অঞ্জন দাস ও সোমনাথ বৈষ্ণব। বৃষ্টি শুরু হওয়াতে দাঁড়িয়েছিলনে তেঁতুল গাছের নিচে। তাতেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। ওই একই সময় মাঠে চাষ করছিলেন রঘুনাথপুর থানার সেনেড়া গ্রামের বছর ৫৬-র লক্ষ্মীনারায়ণ বাউড়ি। বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁরও। বাজ পড়ে আহত হন পাঁচুডাঙার বাসিন্দা মহিলা নুসরত খাতুন। গুরুতর আহত অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। 


গতকালই খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু হয় তরতাজা যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটে রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দ পল্লিতে। মৃতের নাম কৌশিক কর। পুলিশ সূত্রে খবর, এদিন বৃষ্টি শুরু হওয়ার পর বাড়ির ছাদে গিয়েছিলেন বছর চব্বিশের কৌশিক। বাজ পড়ে ঝলসে যাওয়ায় এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার আগে গত মাসে মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছিল দুই জনের। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার গড়বেতা (Garbeta) ২ নম্বর ব্লকের ১০ নম্বর জোকার ডাঙা অঞ্চলের ঘটনাটি ঘটেছিল। মৃতদের নাম বিমল মান্ডি (৪৭) ও গৌতম নন্দী (৩৮)। বিমল বাবু জংলাবাদী এলাকার বাসিন্দা ও গৌতমবাবুর বাড়ি সীতারামপুর এলাকায়।


এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। উত্তর বঙ্গোপসাগরে আজ আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মঙ্গলবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার কথা। অভিমুখ ওড়িশা। এর প্রভাবে আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


আরও পড়ুন: South 24 Parganas: মোবাইল খোওয়া যাওয়ায় দুই বন্ধুর হাতাহাতি, ঠেকাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার