সন্দীপ সমাদ্দার ও ঋত্বিক প্রধান: ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যু নিয়ে রাজ্যব্যাপী আন্দোলনের মধ্যেই, আবগারি দফতরের কর্মীদের নির্যাতনে এক আদিবাসী যুবকের মৃত্যুর অভিযোগ উঠল পুরুলিয়ার ঝালদায়। ঘটনার তদন্ত করছেন জেলাশাসক। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনীতি।
আনিসে হত্যাকাণ্ডে যখন উত্তাল রাজ্য। তখন আবগারি দফতরের কর্মীদের অত্যাচারে এক আদিবাসী যুবকের মৃত্যুর অভিযোগ উঠল পুরুলিয়ার ঝালদায়। ঘটনার প্রতিবাদে সেখানেও রাস্তায় নেমে এসেছে বিক্ষোভ। রাস্তায় মৃতদেহ রেখে চলে অবরোধ। মৃত যুবক, বাঘমুন্ডির রবিডি গ্রামের বাসিন্দা শিকারি মুড়া। পরিবারের দাবি, চোলাই বিক্রির অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি আবগারি দফতরের কর্মীরা তাঁকে গ্রেফতার করে। আদালতের নির্দেশে জেল হেফাজতের পর ১৮ ফেব্রুয়ারি জামিন পন। কিন্তু ছাড়া পাওয়ার আগেই অসুস্থতার কারণে শিকারিকে পুরুলিয়া জেল থেকে দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়।
আবগারি দফতরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে মানভূম ভূমিজ মুণ্ডা কল্যাণ সমিতিও। মানভূম ভূমিজ মুণ্ডা কল্যাণ সমিতির সভাপতি সুরেশ সিংহ বাবুরআবগারি দফতরের হেফাজতে অত্যাচার হয়েছে। তাতে অসুস্থ হয়ে মৃত্যু। আমরা এর সঠিক বিচার ও তদন্ত চাই। এবিষয়ে পুরুলিয়া জেলার আবগারি দফতরের সুপারিটেনডেন্ট অলোক সাহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঘটনার তদন্ত করছেন জেলাশাসক। যা বলার তিনিই বলবেন।
পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, “১৮ তারিখ বেল হয়ে গিয়েছিল। কিন্তু ছাড়ার আগেই অসুস্থ হয়ে যান। আমি ম্যাজিস্ট্রেট পর্যায়ের নির্দেশের তদন্ত দিয়েছিলাম। তদন্ত হয়েছে। পিএম রিপোর্ট এখনও পাইনি। পেলে দেখব।‘’
ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ট্যুইটারে শুভেন্দু অধিকারী লিখেছেন, শারীরিক নির্যাতনের ফলে একজন তরতাজা যুবক অকালে প্রাণ হারাল। এবার কেউ রাস্তায় নামবে না? প্রতিবাদ সংগঠিত হবে না? নাকি ‘শিকারি মুড়া’ নাম বলে সেই কৌলীন্যের রশ্মি তার প্রাপ্য নয়? আমি শিকারি মুড়ার হত্যার সুবিচারের জন্য CBI তদন্তের দাবি জানাই, যাতে উর্দিধারী খুনিদের সঠিক শাস্তি হয়।
তৃণমূল কংগ্রেসের পুরুলিয়ার সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “শুভেন্দু সবেতেই রাজনীতি করেন। উনি জানেন আমাদের বাঘমুন্ডির বিধায়ক প্রথম দিন থেকেই উনাদের সঙ্গে আছে। আমরাও পরিবারের সঙ্গে আছি। যা যা প্রয়োজন দেখছি।‘’ সব মিলিয়ে আনিস কাণ্ডের মধ্যেই নতুন বিতর্ক পুরুলিয়ায়।
আরও পড়ুন: Municipal Election 2022: আপেলের ঝুড়ি হাতে রাস্তায় প্রার্থী, অভিনব প্রচার বাদুড়িয়ায়