সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পুরুলিয়া (Purulia) ডিপোর অস্থায়ী কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। সময়মতো বেতন ও মাসের ২৬ দিনের কাজ,সম কাজে সমবেতন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, গোটা রাজ্যে ৮৯ জন বরখাস্ত হওয়া কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়া, বার্ষিক বেতন বৃদ্ধি, এছাড়াও জেলার সমস্ত রুটে পুনরায় বাস পরিষেবা চালু করতে হবে। এই দাবি গুলি নিয়ে আজ থেকে কর্ম বিরতির ডাক দিল দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আইএনটিটিইউসি-র অনুমোদিত অস্থায়ী কর্মী সংগঠন।


'সমস্ত বাস অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ থাকবে' ?


আজ সকাল থেকে কোনও সরকারি বাস পথে নামনি। ফলে সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পুরুলিয়ার ডিপো  বিএসএস এবং ডিআরডব্লিউ কর্মীবৃন্দ। সেখানে বলা হয়েছে '২০২২ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পুরুলিয়া ডিপোর বিএসএস এবং ডিআরডব্লিউ চালক এবং পরিচালকরা কর্মবিরতি আন্দোলন শুরু করছে, এই কারণে সমস্ত বাস অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ থাকবে।' আন্তঃ জেলা পরিষেবা এই মুহূর্তে পুরুলিয়া ডিপোর বাসের সংখ্যা ১২টি। গত দু মাস আগে এই ডিপো থেকে ৩০টি রুটে বাস চলাচল করতো। দু মাসে ১২টি পরিষেবায় নেমে এসেছে। এই ডিপোতে অস্থায়ী ড্রাইভার ও কন্ডাক্টর সংখ্যা ৮৪ জন। এই ডিপো থেকে ৩০টি রুটে বাস চলাচল করার কথা যার মধ্যে জেলার মধ্যে ১০টি রুট, ও ২০টি দূরপাল্লার বাস অন্যান্য জেলায় চলাচল করে।


'চরম দুর্ভোগে পড়েছে পুরুলিয়ার যাত্রীরা'


সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছে জেলার যাত্রীরা। দূরপাল্লার বেসরকারি বাস যেমন মালদা,বহরমপুর, কলকাতা সেই অর্থে দিনের বেলায় চলাচল করে না। একদিকে কুর্মি সমাজের অবরোধের জেরে গত তিনদিন ধরে রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ। মূলত এদিন ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু অবস্থার একটুও কোনও বদল হয়নি। এখনও বন্ধ হয়ে রয়েছে ট্রেন। কারণ গোটা রেললাইন জুড়ে বসে চলছে অবরোধ। আর এতক্ষণ ধরে ট্রেন আটকে থাকায় তুমুল ভোগান্তি যাত্রীদের। পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ। এই কারণেই ওই রেললাইনে ট্রেন যাতায়াত সম্পূর্ণ স্তব্ধ। একাধিক ট্রেন বাতিলও হয়ে গিয়েছে। বারবার আলোচনার পরেও জট কাটেনি। ফলে চরম দুর্ভোগে পড়েছে পুরুলিয়ার যাত্রীরা।