কলকাতা: ডিএ মামলায় হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। তারপরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ডিএ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'রাজ্য সরকার খেলা-মেলা করবেন ভাল কথা। কোনও আপত্তি নেই।  কিন্তু যাঁরা ডিএ থেকে বঞ্চিত হচ্ছে। বেকার যুবকরা কর্মসংস্থান পাচ্ছেন না। যাঁরা পাচ্ছেন না, তাঁদের ডিএ নিয়ে কেন্দ্রের সঙ্গে ৩০ শতাংশ ফারাক হয়ে গিয়েছে। রাজ্য সরকারকে এটা বিবেচনা করা উচিত। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া উচিত। ডিএ বাড়লে শুধু সরকারি কর্মীদের উপকার হয় তাই নয়। ওই টাকা অর্থনীতিতে ঢোকে, অন্য ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদেরও উপকার হয়। অর্থনীতিবিদেরা তাই বলেন।' সুকান্ত আরও বলেন, 'আমাদের ম্যানিফেস্টোতে তা ঘোষণা করেছিলাম। রাজ্যে বিজেপি সরকার এলে আমরা কেন্দ্রীয় হারেই ডিএ দেব। রাজ্যের সমস্ত সরকারি অশিক্ষক-শিক্ষক কর্মচারীদের কেন্দ্রীয় হারেই ডিএ দেব।'


হাইকোর্টে রাজ্যের ধাক্কা:
বৃহস্পতিবার ডিএ মামলায় বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ডিএ মামলায় বকেয়া ডিএ মেটানোর জন্য আগেই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই মামলায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই আবেদন খারিজ করেছে আদালত। গত ২০ মে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকেই বহাল রেখেছেন বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।


দীর্ঘদিনের আইনি লড়াই:
ডিএ-এর দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকারের মধ্যে টানাপড়েন চলছে। সেই টানাপড়েন পৌঁছেছে আদালতেও। প্রথমে SAT-ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তা পাওয়া যায়নি। শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেখানেও দীর্ঘ আইনি লড়াইয়ের পরে শেষ পর্যন্ত হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। ফের তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। যা আজ খারিজ হয়ে যায়। 
 
অগ্রিম বেতন-সিদ্ধান্ত:
যেদিন ডিএ মামলা নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সেদিনই উৎসবের মরসুমে মাস শেষের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন মেলার ঘোষণা করেছে রাজ্য। অবসরপ্রাপ্তরাও মাস ফুরোনোর আগেই পাবেন পেনশন। বিজ্ঞপ্তি জারি করে রাজ্য অর্থ দফতর জানিয়েছে, এই মাসের ২৮ তারিখ বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ওইদিনই বেতন মিলবে স্কুলশিক্ষক, পুরকর্মী-সহ রাজ্য সরকারের অধীনস্থ আধা সরকারি কর্মচারীদের। অবসরপ্রাপ্তরা পেনশন পাবেন ২৯ সেপ্টেম্বর। অক্টোবরে ২১ তারিখ বেতন পাবেন রাজ্য সরকারি ও আধা সরকারি কর্মচারীরা। অবসরপ্রাপ্তরা পেনশন পাবেন ২৯ অক্টোবর। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের বড় জয়, ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ হাইকোর্টের