পুরুলিয়া: পুরুলিয়ার (Purulia) রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরে রহস্যজনক আগুন (Fire) । ওপরে DIB-র DSP-র কোয়ার্টার। একতলায় গোয়েন্দা বিভাগের একটি ঘর থেকে আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ধোঁয়া (Smoke) বেরোতে দেখেন এক পুলিশ কর্মী। দমকলের (Fire Engine) ২টি ইঞ্জিনের মিনিট চল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘরে জেলা গোয়েন্দা দফতরের প্রচুর গুরুত্বপূর্ণ নথি ছিল। সেগুলি পুড়ে যায়। DIB অফিসে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। 


পুরুলিয়ার ডিআইবি কোয়ার্টারে আগুন


ভয়াবহ আগুনে পুড়ে গেল পুলিশের একটি গুরুত্বপূর্ণ দফতর। ভোর সাড়ে ৫টা নাগাদ পুরুলিয়া শহরের ভগৎ সিংহ মোড় এলাকায় ডিআইবি-র একটি অফিসে আগুন লাগে। প্রায় আধ ঘণ্টা পর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই সমস্ত অফিসে অনেক গুরুত্বপূর্ণ নথি ছিল, সেগুলি ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। 


কী কারণে আগুন লেগেছে খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে আগুন লেগেছে তা দমকলকর্মীরা স্পষ্ট করে না জানাতে পারলেও আগুন নিয়ন্ত্রণে এনেছে। 


অন্যদিকে গতকাল শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হরিদেবপুরের (Haridevpur) কবরডাঙা মোড়ে বহুতলে আগুন লাগে। সকাল সাড়ে ৯টা নাগাদ দোতলার একটি ফ্ল্যাটে আগুন (Flat Fire) লাগে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন (Fire Engine)। আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনেন দমকল কর্মীরা। 


অন্যদিকে, দিন পাঁচেক আগে পার্ক সার্কাসের (Park Circus) এক দোকানে আগুন (Shop Fire) লাগে। এজেসি বোস রোড ফ্লাইওভারের (AJC Bose Road Flyover) মুখে দোকানে আগুন লাগে গত বুধবার রাতে। আগুনে সম্পূর্ণ হয়ে যায় ভস্মীভূত দোকান। গ্যাস লিক (Gas Leak) থেকে আগুন বলেই দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। কী কারণে আগুন, খতিয়ে দেখে দমকল।


আরও পড়ুন: Kolkata News: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই কলকাতায় আরও ৪ শিশুর মৃত্যু


আগুনের লেলিহান শিখা দেখে স্পষ্ট দোকানের মধ্যে হয়তো আস্ত আর কিছুই নেই। স্থানীয় বাসিন্দাদের কথায় বেশ কিছুক্ষণ ধরেই আগুন জ্বলতে থাকে। রাত ৯টা নাগাদ একটি বহুতল বাড়ির একতলায় চায়ের দোকানে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্যাস লিক করাতেই আগুন লেগেছে। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বাড়ির ওপর তলায় বেশ কিছু বাসিন্দা রয়েছেন। তাঁরা নেমে আসেন। ওই দোকানের আশেপাশেও অন্যান্য দোকান রয়েছে। সেই দোকানগুলিও আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়। সকলেই রাস্তায় বেরিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে এলেও বেশ কিছু সেই আগুন ছিল, ফলে ওই দোকানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে।