পুরুলিয়া : ভোটে জিতে দলবদলের ধারা অব্যাহত। ভোটে জিতে ফের তৃণমূলে যোগদানের ঘটনা দেখা গেল। আর তার জেরে পুরুলিয়ার চাকলতোড় গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল রাজ্যের শাসক দল।


এই পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয়েছে তৃণমূল ও ৭টি দখল করেছে বিজেপি। ১টি আসন ছিল নির্দলের হাতে। সেই নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় ম্যাজিক ফিগারে পৌঁছে গেল শাসক দল। তৃণমূলে যোগ দেওয়া নির্দল প্রার্থী সুভাষ রজকের দাবি, তিনি তৃণমূলেরই কর্মী। টিকিট না পাওয়ায় তিনি নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন।


দিনকয়েক আগে একই ধরনের ছবি দেখা যায় পুরুলিয়ার রঘুনাথপুর। সিপিএমের জয়ী প্রার্থী যোগ দেন তৃণমূলে। রঘুনাথপুর ১ নম্বর ব্লকের চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েতে ১৩টি আসন। তার মধ্যে ১২টিতেই জয়ী হয় তৃণমূল। একটি আসনে জিতেছিলেন সিপিএম প্রার্থী ছায়া বাউড়ি। তিনিও শাসক দলের পতাকা ধরায় বিরোধীশূন্য হয়ে যায় রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত।


পঞ্চায়েত ভোটপর্ব মিটতেই বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগদানের খবর সামনে এসেছে। সেই তালিকায় দেখা গেছে বিজেপি প্রার্থীদেরও। সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের আসনে জিতে মানস ভুঁইঞার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা দেখা যায়। পশ্চিম মেদিনীপুরের সবং ৩ নং অঞ্চলের কানাইশোল বুথে বিজেপির জয়ী প্রার্থী গঙ্গারানি সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বুথের ৬২টি বিজেপি পরিবারের প্রায় ২৫০ জন গেরুয়া শিবিরে নাম লেখান।


এবারের কানাইশোল বুথের তৃণমূল প্রার্থী পার্বতী মুর্মু হাঁসদাকে ১০৭টি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী গঙ্গারানি সিং। 
তৃণমূলে যোগদানকারী গঙ্গারানি বলেন, 'মমতা ব্যানার্জির কাজ ভাল লেগেছে । তাই আমি বিজেপিতে থাকতে পারলাম না, তৃণমূলের যোগ দিলাম। টিএমসি গ্রামের উন্নয়ন করবে। তাই আমি যোগদান করেছি, পঞ্চায়েত প্রার্থী হিসেবে।'


মানস ভুঁইঞা বলেন, 'তিনি মনে করেছেন তৃণমূল কংগ্রেস ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সাময়িক উত্তেজনায়, আবেগেরবশে বিজেপিতে দাঁড়িয়েছিলেন। তিনি স্বেচ্ছায় আমাদের ব্লক সভাপতির কাছে এসে দরখাস্ত করে যোগদান করেছেন। তাঁকে কেউ চাপ দেননি। তিন নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জয়ী প্রার্থী আছেন, আমাদের প্রধান করতে কোনও অসুবিধা নেই। কাউকে চাপ দিয়ে যোগদান করানো হয়নি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial