বার্বাডোজ: দাপুটে ভঙ্গিমায় ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ১৬৩ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। এই ম্যাচেই ভারতের জার্সিতে নিজের ওয়ান ডে অভিষেক ঘটান বাংলার মুকেশ কুমার (Mukesh Kumar)। আলিক অ্যাথানাজেকে সাজঘরে ফিরিয়ে প্রথম ওয়ান ডে উইকেটও পান তিনি। মুকেশের বোলিং কিন্তু ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) বেশ মনে ধরেছে।
ম্যাচ শেষে মুকেশকে প্রশংসায় ভরালেন রোহিত। 'আমি সত্যি বলতে বুঝতে পারিনি যে পিচ এমন খেলবে। পিচে সিমার, স্পিনারদের জন্য সমস্তরকম সুবিধা ছিল। আমাদের বোলাররা ভাল বল করে ওদের অল্প রানে সীমাবদ্ধ রাখে। মুকেশ দুর্দান্ত বোলিং করেছে। ও বেশ গতিতে বল সুইং করানোর দক্ষতা রাখে। ঘরোয়া ক্রিকেটে ওর খুব বেশি খেলা দেখা হয়নি। তবে এখানে ও যেমন খেলছে, সেটা দেখে বেশ ভালই লাগছে। তবে পরিবেশ যেমনই হোক না কেন, ভাল বোলিং করেই প্রতিপক্ষকে আটকাতে হয় এবং আমাদের বোলাররা সেটা করতে সক্ষম হয়েছে। তারপর ঈশান ব্যাট হাতে ভাল দারুণ পারফর্ম করে।' বলেন ভারতীয় অধিনায়ক।
মুকেশ কুমার ম্যাচে নিজের পাঁচ ওভারে ২২ রানের বিনিময়ে একটি উইকেট নেন। একটি মেডেন ওভারও বল করেন তিনি। প্রসঙ্গত, ম্যাচের প্রথম ভাগে ভারতীয় বোলারদের স্পিন-জালে নাজেহাল ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা জোড়া ঘূর্ণির দাপটে কাত ক্যারিবিয়ানরা। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ১১৪ রানে অলআউট তারা। ক্যারিবিয়ান ইনিংস ক্রিজে টেকে মাত্র ২৩ ওভারে। কুলদীপ ৪ টি ও জাদেজা ৩ টি উইকেট নেন। ভারতের ওডিআই ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার স্পিনাররা বিপক্ষের ৭ উইকেট তুলে নিলেন।
মাত্র ৮ ওভারের মধ্যে শেষ ৬ উইকেট খোওয়াত ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব মাত্র ৩ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন। ভারতের চায়নাম্যান বোলারের ৩ ওভারের মধ্যে ২ টিই মেডেন। কুলদীপের চার উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মঞ্চে মুকেশ কুমার, হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।
ভারতীয় ব্যাটারদের পক্ষে ইশান কিষাণ (৫২) হাফ সেঞ্চুরি হাঁকান। ওপেন করতে নামা শুবমন গিল (৭), তিনে সূর্যকুমার যাদব (১৯) ও হার্দিক পাণ্ড্য (৫) ব্যাট হাতে বড় রান না পেলেও অল্প রানের লক্ষ্যমাত্রার সামনে ভাল ইনিংস খেলেন ভারতের কিপার-ব্যাটার ইশান কিষাণ। ৪৬ বলে ৭ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। শার্দুল ঠাকুর (১) ব্যর্থ হলেও রবীন্দ্র জাদেজা (অপরাজিত ১৬) ও সাত নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা (অপরাজিত ১২) সহজেই বাকি কাজটা সেরে ফেলেন। দুরন্ত জয়ের সুবাদে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: