হংসরাজ সিংহ, মানবাজার: ফের আক্রান্ত উর্দিধারী। মানবাজারে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন ১ ASI ও দু'জন সিভিক ভলান্টিয়ার। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে মানবাজার থানা (Manbazar Police Station)।


গ্রামবাসীদের হাতে আক্রান্ত: নদিয়ার ভীমপুর, পূর্ব মেদিনীপুরের ময়না, দক্ষিণ ২৪ পরগনার নামখানার পর, এবার পুরুলিয়ার মানবাজার। রাজ্যে ফের আক্রান্ত হল পুলিশ। মানবাজারে, পুলিশকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় গ্রামবাসীদের। কোনওরকমে গাড়ি নিয়ে এলাকা ছাড়ে পুলিশবাহিনী। স্থানীয় সূত্রে খবর, মানবাজারের ইন্দকুড়ি গ্রামে গরু চরানো নিয়ে এক মহিলাকে চোর অপবাদ দেওয়ার অভিযোগ ওঠে। গন্ডগোল থামাতে গেলে গ্রামবাসীরা পুলিশকে মারধর করে বলে অভিযোগ। আহত হন এক ASI ও দু'জন সিভিক ভলান্টিয়ার। তাঁদের নিয়ে যাওয়া হয় মানবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে।

ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে মানবাজার থানা। বেশ কয়েকজন গ্রামবাসীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক গ্রামবাসী বলেন,  “পুলিশ এসে বলল তোমরা গরু চড়ানো অন্য় দিকে নিয়ে যাও। কথাটা শুনে কেমন লাগছে। পুলিশ থ্রেট দিচ্ছে। আমরা তর্ক করিনি। মহিলা অবজেকশন করছে। পুলিশ এসে কাউকে কিছু জিজ্ঞেস করেনি। চল ভ্য়ানে ওঠ বলছে।’’


এদিকে গয়না চুরির তদন্তে গেলে পুলিশের সামনেই তরল খেয়ে আত্মঘাতী হল অভিযুক্ত। মুকুন্দপুরে চুরির তদন্তে যায় ভবানীপুর থানার পুলিশ। পুলিশের সামনেই তরল খেয়ে মৃত্যু হল মূল অভিযুক্তের। মৃতের নাম কণাদ চক্রবর্তী। হেফাজতে মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। সূত্রের খবর, চলতি বছরের ২ জানুয়ারি, ভবানীপুর থানায় গয়না চুরির অভিযোগ দায়ের করেন এক মহিলা। তার তদন্তে গতকাল পঞ্চসায়রের শতাব্দী পার্কে মূল অভিযুক্ত কণাদ চক্রবর্তীর ফ্ল্যাটে যায় পুলিশ।  কণাদ দাবি করেন, ওই গয়না বন্ধক দিয়েছেন। বন্ধক সংক্রান্ত নথি রাখা আছে মুকুন্দপুরে এক পরিচিত মহিলার ফ্ল্যাটে। কণাদকে নিয়েই ওই ফ্ল্যাটে যায় ভবানীপুর থানার পুলিশ। পুলিশের দাবি, তদন্তকারীদের সামনেই ব্যাগ থেকে বোতল থেকে তরল পান করেন কণাদ। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বছর তেতাল্লিশের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: পেয়ারায় কামড় দিতে দিতে জনসংযোগ, ভোট প্রচারে সায়নী