হংসরাজ সিংহ, পুরুলিয়া : সারা রাজ্য যখন গরুপাচার ( Cattle Smuggling ) মামলার তদন্ত নিয়ে সরগরম, তখনই হইচই ফেলে দিল পুরুলিয়ার এই ঘটনা। দুধের গাড়ির আড়ালে গরু পাচারের অভিযোগ এবার পুরুলিয়ায় । মঙ্গলবার সকালে পুরুলিয়ার হুড়া থানা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুধের কন্টেনার। কিন্তু গাড়ির দরজা খুলতেই তার থেকে বেরিয়ে আসে গরু !
জানা গিয়েছে, ২২টি গরু উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় মৃত্যু হয় ৫টি গরুর। জখম হয় আরও ৫টি গরু। চালক ও খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ। পুলিশের দাবি, চাষের জন্য বিহারের ঔরঙ্গাবাদ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে। যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, তৃণমূলের যোগসাজশে গরু পাচার হচ্ছিল। অভিযোগ অস্বীকার শাসকদলের।
এই ঘটনাকে হাতিয়ার করে আরও একবার রাজ্যের শাসক দলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । বিরোধী দলনেতা লেখেন, ' পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকার গরুপাচারের সিন্ডিকেট এখনও সক্রিয়। অমিত শা-র ( Amit Shah ) নজরদারিতে বিএসএফ নিরাপত্তা আঁটোসাঁটো করেছে। তাই গরুপাচারের চেষ্টা এবং কৌশল ব্যর্থ হয়েছে। আগের মতো গরুপাচার করা এখন কার্যত দুঃসাধ্য। '
ট্যুইটে শুভেন্দু অধিকারী আরও লেখেন, ' রাজ্য পুলিশকে মুখ্যমন্ত্রী গরুপাচারের অভিনব কৌশল খুঁজতে নির্দেশ দিয়েছেন। পুরুলিয়ার দুধের কন্টেনারে গরুর হদিশ সেটাই প্রমাণ করে। রাস্তায় চাকা পিছলে গাড়ি উল্টে পড়ায় যা প্রকাশ্যে আসে। পুরুলিয়ায় দুধের কন্টেনারে গরু উদ্ধার নিয়ে ট্যুইট শুভেন্দু অধিকারীর। '