হংসরাজ সিংহ, পুরুলিয়া: অসুস্থ হয়ে যেখানে চিকিৎসার আশায় মানুষ আসেন, সেই হাসপাতালেই গাফিলতির অভিযোগ।  মেয়াদ শেষ হওয়া বোতল থেকে স্যালাইনের  দেওয়ার অভিযোগ উঠল পুরুলিয়ার (Purulia) দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের হাসপাতালে ((South Eastern Railway Hospital, Adra))।একজনকে নয়, একাধিক রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন (expiry saline)দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ ঘিরে  সমগ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার হাসপাতালের মহিলা বিভাগে এই ঘটনা ঘটে বলে খবর।


রোগী ও তাঁর পরিবারের লোকজনের অভিযোগ ,রোগীদের স্যালাইন দিতে  যে বোতলগুলি ব্যবহার করা  হয়েছিল, সেগুলোর মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তাঁদের দাবি,  09/2021 তারিখে মেয়াদ  শেষ হয়ে গিয়েছে ওই স্যালাইনের বোতলগুলির। অর্থাৎ গত সেপ্টেম্বরে মেয়াদ শেষ হয়ে গিয়েছে।  এরপরেও এত বড় হাসপাতালে কী করে রোগীদের এরকম মেয়াদ উত্তীর্ণ স্যালাইন বোতল থেকে স্যালাইন দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।  রোগীদের অভিযোগ, এই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন নেওয়ার  পর তাঁরা আরও বেশি অসুস্থ হয়ে গেছেন।


ঘটনার পর আতঙ্কে রয়েছে রোগীর পরিবারের লোকজন। দোষী স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত শাস্তি দাবি করে চিফ মেডিকেল সুপারেনটেনডেন্টের কাছে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভিযোগ সম্পর্কে জানার পর পর হাসপাতালে ছুটে আসেন চিফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, একাধিক চিকিৎসক  সহ এ ডি আর এম (আদ্রা ডিভিশন)। এডিআরএম সুধাংশু শর্মা জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় জড়িত দুই স্বাস্থ্যকর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।


এর আগে গত সেপ্টেম্বর মাসে মধ্য পঞ্চাশের রোগিণীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছিল সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জয়নগর গ্রামীণ হাসপাতালে এই অভিযোগ উঠেছিল। ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কুলতলির পূর্ব রাধাবল্লভপুরের বাসিন্দা মামুদা সর্দার। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা বয়, জ্বর না কমায় তাঁকে প্যারাসিটামল ইনফিউশন নামে একটি ওষুধ দেওয়া হয়। সেই ওষুধের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। এই ঘটনায় কুলতলির ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করে রোগিণীর পরিবার। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছিলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।