হংসরাজ সিংহ, পুরুলিয়া: রাস্তা পুনর্নির্মাণের কয়েকদিনের মধ্যেই উঠে চলে আসছে পিচ। এই ছবি পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুর (Raghunathpur) পুর এলাকার। রাস্তার পুনর্নির্মাণে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ ভিত্তিহীন, দাবি পুরপ্রশাসকের। 


কয়েক বছর ধরে বেহাল পড়েছিল রাস্তা। অবশেষে শুরু হয় মেরামতি। কিন্তু, তারপরও ছবিটা বিশেষ বদলাল না। বেশ কিছু জায়গায় উঠে গেছে নতুর রাস্তার পিচের প্রলেপ!


উঠে আসছে পাথর! রাস্তা পরিদর্শনে গেলে পুর প্রশাসক ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এই ছবি উঠে এল পুরুলিয়ার রঘুনাথপুর পুর এলাকায়।


রঘুনাথপুরের (Raghunathpur) বাসিন্দার কথায়, সাতদিন যেতে না যেতেই রাস্তা বেহাল হয়ে গেছে। পুরসভা সূত্রে খবর, এলাকার ৫টি রাস্তা পুনর্নির্মাণের জন্য ১ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। নভেম্বর থেকে শুরু হয় মেরামতি।  


কিন্তু, তাতে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। রঘুনাথপুরের কংগ্রেস টাউন সভাপতি তারক প্রামাণিকের কথায়, পুরসভা কাজ শুরু করেছে। কিন্তু নিম্নমানের সামগ্রী হচ্ছে। দুর্নীতি হয়েছে।


পুরুলিয়ার বিজেপি (BJ) সম্পাদক বানেশ্বর মুখোপাধ্যায় জানান, ভোটের আগে তড়িঘড়ি কাজ শুরু করেছেষ কাজ বাল হয়নি। কাটমানি নেওয়া হয়েছে।


বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রঘুনাথপুরের পুর প্রশাসক। রঘুনাথপুরের তৃণমূল নেতা ও পুর প্রশাসক তরণী বাউড়ি জানিয়েছেন, হঠাৎ করে বৃষ্টি হওয়ায় নির্মাণ হওয়া রাস্তার বেশ কয়েকটি জায়গায় সমস্যা দেখা দিয়েছে তবে সেই রাস্তা সংস্কারের কাজ চলছে।>>


সব মিলিয়ে পুরভোটের আগে রাস্তা মেরামতিতে দুর্নীতির অভিযোগ ঘিরে সরগরম রঘুনাথপুরের রাজনীতি।