সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: বসন্ত মানে পলাশ (School Students Make Herbal Color), লাল রঙে সেজে উঠেছে পুরুলিয়া। কিন্তু যে ফুলগুলো ঝরে যায়, সেগুলি কি একেবারেই মূল্যহীন? মোটেও না। সেই ঝরে যাওয়া পলাশ সংগ্রহ করেই ভেষজ আবির তৈরি করল জঙ্গলমহলের এই জেলার স্কুলপড়ুয়ারা।


ফুলে ফুলে...
পুরুলিয়ায় যে কোনও প্রান্তে তাকালেই, এখন শুধু লাল রঙের সমাহার। অযোধ্যা পাহাড়ের কোলে আড়ষা ব্লকের এমনই একটি গ্রাম, পিঠাডির পলাশের বন থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের পড়ুয়ারা তৈরি করল ভেষজ আবির। আরও নির্দিষ্ট করে বললে, পড়ে যাওয়া পলাশ ফুল সংগ্রহ করে ভেষজ আবির তৈরি করল তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, রসায়ন বিভাগের শিক্ষক এবং সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান, অধ্যাপক সুব্রত রাহার সহযোগিতায় একটি বিশেষ কর্মশালায় পলাশ ফুল ছাড়াও বিট, পালংশাক, সিন্দরি গাছের বিজ থেকে তৈরি হল আলাদা আলাদা রঙের ভেষজ আবির।


রঙে রঙীন...
বাজারচলিত আবির মানেই ক্ষতিকারক কেমিক্যাল। বেশিরভাগ ক্ষেত্রেই চকচকে লাল, নীল,সাদা, সবুজ, রঙের মধ্যে লুকিয়ে থাকে রাসায়নিক পদার্থ। এই ক্ষতিকারক রাসায়নিক থেকে বিভিন্ন রকমের চর্মরোগ তো বটেই, এমনকি মারণব্যাধি ক্যানসারও হতে পারে জানালেন সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রধান, অধ্যাপক রাহা। এই কুপ্রভাব থেকে বাঁচতে স্কুলের পড়ুয়াদের নিয়ে ভেষজ আবির তৈরির পরিকল্পনা নেন নিউ ইন্ট্রিগেটেড মডেল স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিনা মুখোপাধ্য়ায়। যোগাযোগ করেন পুরুলিয়া সদরের মহকুমা শাসকের সঙ্গে। কথা বলেন সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধানের সঙ্গেও। এর পরই স্কুলপড়ুয়াদের নিয়ে স্কুল সংলগ্ন পলাশ বাগানে পড়ে থাকা ফুল সংগ্রহ করে শুরু হয় ভেষজ আবির তৈরির কর্মশালা। বিদ্যালয়ের ২০০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে যেমন হাতে কলমে ভেষজ আবির তৈরি করার পাঠ দেওয়া হয়, সেরকম বাজারের ক্ষতিকারক কেমিক্যালযুক্ত চকচকে আবির ব্যবহার না করে ভেষজ আবির ব্যবহার করার বার্তাও এলাকায় ছড়িয়ে দেওয়া হয় তাদের মাধ্যমে। ভেষজ আবির তৈরির কর্মশালায় রং তৈরিতে হাত লাগান অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের অন্যান্য কর্মীরাও। একেবারে উৎসবের আবহে খেলার ছলে আবির তৈরি করে স্কুলপড়ুয়ারা। সব মিলিয়ে দোলপূর্ণিমার আগেই যেন একখণ্ড বসন্ত-উৎসব পুরুলিয়ার এই স্কুলে। সঙ্গে ছিল প্রচারের বার্তাও। সব মিলিয়ে জমজমাট দোলপূর্ণিমার প্রস্তুতি।


আরও পড়ুন:আসন বাড়বে তৃণমূলের, BJP গুটিয়ে যাহে ৫-১১ আসনেই? ভবিষ্যদ্বাণী কুণালের