হংসরাজ সিংহ, পুরুলিয়া: এবার পুরুলিয়ার (purulia) আড়রা পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের কোন্দল! নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে দলের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীদের একাংশ। নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানের দাবি, ১৬ জন তৃণমূল সদস্য তাঁকে সমর্থন করেছেন।


প্রধানের দায়িত্ব নিতে গিয়ে দলীয় কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে তৃণমূল (TMC) নেতা। নবনির্বাচিত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলে কড়া পদক্ষেপের দাবি তৃণমূলের একাংশের। প্রধান অফিসে ঢোকার সময় তুমুল ধস্তাধস্তিও হয়। এবার পুরুলিয়ার আড়রা পঞ্চায়েতে  বোর্ড গঠন নিয়ে প্রকাশ্যে চলে এল তৃণমূলের কোন্দল। এই গ্রাম পঞ্চায়েতে মোট (Panchayat Election) ২৬টি আসনের মধ্যে ২৩টিতে জয়ী হয় তৃণমূল এবং ৩টিতে জয়ী হয় বিজেপি। (BJP) 


বুধবার নবনির্বাচিত প্রধান তুফান কুমার রায় ও উপপ্রাধন অসীম বাউড়ি দায়িত্বভার গ্রহণ করতে পঞ্চায়েত অফিসে যান। কিন্তু, তিনি সেখানে পৌঁছতেই দলের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মীদের একাংশ। আড়রার তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীবকুমার দত্ত বলেন, 'দলীয় নির্দেশ অমান্য করে তিনি প্রধানের আসনে বসেছেন। এই ঘটনার প্রতিবাদ করছিলেন স্থানীয় গ্রামবাসীরা। এই প্রধানকে আমরা মানছি না দলকে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।' যদিও, নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানের দাবি, ১৬ জন তৃণমূল সদস্য তাঁকে সমর্থন করেছেন।                                                                                                                                                                                                                                   


আড়রা পঞ্চায়েতের তৃণমূল নেতা ও নবনির্বাচিত প্রধান তুফানকুমার রায় জানান, '১৬ জন তৃণমূল পঞ্চায়েত সদস্যের সমর্থনে তিনি প্রধান হয়েছেন এবং আজ দায়িত্বভার গ্রহণ করেছেন।' ভোট মিটেছে, পঞ্চায়েতে বোর্ড গঠনও হয়ে গেছে। কিন্তু, তৃণমূলের অন্দরের কোন্দল থামার কোনও লক্ষ্মণ নেই।