সুদীপ্ত আচার্য, কলকাতা: পাথুরিয়াঘাটায় পুরনো বাড়ি ভেঙে বিপত্তি, আটকে প্রৌঢ় দম্পতি। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ হুড়মুড়িয়ে ভাঙল ৫ তলা পুরনো বাড়ির (house collapsed) ৩ তলার একাংশ। ধ্বংসস্তূপে এখনও ২জন আটক, কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। 


যে বাড়িটি ভেঙেছে সেটি বহু পুরনো বাড়ি। ওই বাড়িটিতে (kolkata house collapsed) একাধিক পরিবার ভাড়া থাকেন। ধ্বংসস্তূপে আটকে পড়া কিশোর উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, এক প্রৌঢ় দম্পতি ওই ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। উদ্ধার করতে বেশ সমস্যা হচ্ছে, কারণ জায়গাটি খুব সরু। তাও দ্রুতগতিতে সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল ও বিপযর্য় মোকাবিলা বাহিনী। রয়েছে পুলিশও। এলাকায় পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর। তিনি দাঁড়িয়ে থেকে তদারকি করছেন। স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় বাড়িটি ভেঙে পড়ার পরপরই শুরু হয়েছে উদ্ধারকাজ। স্থানীয়দের একাংশের দাবি, ওই বাড়িটি ভেঙে পড়ার পরে যে প্রৌঢ় দম্পতি চাপা পড়েছিলেন, ধ্বংসস্তূপের তলা থেকে তাঁরা সাড়া দিচ্ছিলেন। তাঁদের দ্রুত উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছেন তাঁরা।


আরও পড়ুন: Jadavpur University: প্রাক্তনীদের সভা চলাকালীনই রাস্তা অবরোধ, স্লোগান, যাদবপুরে এবিভিপি সমর্থকদের উপর লাঠিচার্জ পুলিশের