সন্দীপ সমাদ্দার ও আশাবুল হোসেন, পুরুলিয়া: পুঞ্চায় জেলা সভাধিপতির হাতে বন্দুক! ভাইরাল হল সেই ভিডিও। বিধানসভা ভোটের আগেও এভাবে হুমকি দিয়েছেন উনি, অভিযোগ বিজেপির। আনন্দ মুহূর্তে তাল দিয়েছি, সাফাই সভাধিপতির।


হাতে আগ্নেয়াস্ত্র, থিকথিকে ভিড়ের মধ্যে কখনও তা ওপরের দিকে তুলছেন। কখনও তা সামনের দিকে তাক করছেন। ইনি পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। অস্ত্র হাতে তৃণমূল নেতার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। আর তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।


সূত্রের খবর, বৃহস্পতিবার একটি মনসা পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন সুজয় বন্দ্যোপাধ্যায়। ডিজে বাজিয়ে চলছিল উদ্দাম নাচ-গান। তারই মধ্যে, নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্রটি হাতে নিয়ে তাক করেন তিনি। এনিয়ে শাসকদলকে আক্রমণ শানিয়েছে বিজেপি।


পুরুলিয়ার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর কথায়, তৃণমূল কংগ্রেসের নেতারা এ ধরনের কথা আখচার বলে থাকে গত বিধানসভা ভোটের আগেও ভাইরাল হয়েছিল যে আমাদের দীপক বাউরিকে বলেছিল গুলি করে দেবো তাছাড়া অনেক সময় উনি বলেছেন ঠেঙ্গায় ঘর ঢুকিয়ে দেবো এ ধরনের কথা উনি বলে থাকেন এগুলি তৃণমূল কংগ্রেসের রেওয়াজ হয়ে গেছে।


তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথায়, পুরুলিয়ার ঘটনায় মনসা পুজোর ভিড়ে গিয়েছিলেন। উনি টেকনিকালি ধরেছেন কি ধরেন নি সেটা বড় কথা নয়৷ ঠিক না ভুল। উনি মানুষের স্বার্থে ভিড় সরাতে ব্যবস্থা নিয়েছেন। সব মিলিয়ে এখন পশ্চিম প্রান্তের জেলায় জোরদার আগ্নেয়াস্ত্র তরজা। 


এর আগে এক  তৃণমূল প্রধানের ছেলের ছবি প্রকাশ্যে আসে। প্রকাশ্যে বন্দুক নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। নদিয়ার কালীগঞ্জের এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। তবে খেলনা বন্দুক বলে দাবি করেছে পুলিশ। তৃণমূল নেতার ছেলে বলেই ছাড়, কটাক্ষ করেছে বিজেপি। পাশাপাশি থানায় বন্দুক জমা দিয়ে ক্ষমা চেয়েছে ছেলে, সাফাই তৃণমূল প্রধানের।


বন্দুক হাতে হুড খোলা গাড়ি থেকে নামলেন কালো পোশাক পরা তরুণ। চোখে সানগ্লাস। এর পর চাবির রিঙের মতো ট্রিগারের খাঁজে আঙুল ঢুকিয়ে পিস্তল ঘোরাতে ঘোরাতে নায়কের স্টাইলে দাঁড়ালেন সঙ্গীদের নিয়ে। ব্যাকগ্রাউন্ডে বাজছে মিউজিক।


নাকাশিপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে টোল প্লাজার কাছে এই ভিডিওটি শ্যুট করা হয়। তরুণ আর কেউ নন, নদিয়ার কালীগঞ্জের দেবগ্রাম পঞ্চায়েতের প্রধান মহিরুদ্দিন শেখের ছেলে। দাপুটে তৃণমূল নেতার ছেলের আগ্নেয়াস্ত্র হাতে ঘুরে বেড়ানোর ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক।