সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ভোররাত থেকে অপেক্ষা করেও ভ্যাকসিন (Vaccine) না-মেলার অভিযোগ পুরুলিয়ায় (Purulia)। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে কর্মীরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ায় হয়নি ভ্যাকসিনেশন। অভিযোগ অস্বীকার করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক (BDO)।


ভ্যাকসিনের জন্য কেউ এসেছিলেন কাকভোরে। কেউ অপেক্ষা করছিলেন রাত থাকতেই। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও, ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ উঠল পুরুলিয়ার তিনটি স্বাস্থ্যকেন্দ্রে। ভ্যাকসিন নিতে আসাদের অভিযোগ, দিনভর অপেক্ষার পর, বেলা ১২টার পর জানানো হয় ভ্যাকসিন দেওয়া হবে না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।


পুরুলিয়ার বাসিন্দা ধনা রাজোয়ার বলেন, ভ্যাকসিন দেওয়া হবে বলেছিল। ইচ্ছে করে হয়রানি করাচ্ছে। আমরা দিন দিন এসে ঘুরে যাচ্ছি। আরেক বাসিন্দার অভিযোগ, “ভ্যাকসিন নিতে এসেছিলাম। দেখছি বন্ধ আছে। আমাদের বলেছিল মঙ্গলবার  আসতে। রোজ রোজ ঘুরে যাব।’’ ভ্যাকসিন নিয়ে এই বিভ্রান্তি প্রসঙ্গে সাফাইয়ের সুর ব্লক স্বাস্থ্য আধিকারিকের গলায়। পুরুলিয়া ১ নম্বরের ব্লক স্বাস্থ্য আধিকারিক রঞ্জিত রানার দাবি, "হঠাৎ বন্ধ নয়তো আমরা অ্যারেঞ্জ করতে পারিনি। আমরা তো লাইন মেনটেন করতে পারব না। আমাদের টিম গেছে রেজিস্ট্রেশনের কাছে। দুজনকে রিলিজ করেছে দুয়ারে সরকার থেকে। তারপর ওখানে হয়নি।''


আরও পড়ুন: প্রণবের স্মৃতি সংরক্ষণে উদ্যোগী পুত্র, জঙ্গিপুরে মিউজিয়াম তৈরির ভাবনা


যে তিন স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনেশন হয়নি, সেগুলি পড়ে পুরুলিয়ার চাকলতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে। এদিন, চাকলতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কয়েকজন কর্মীর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। চাকোলতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী পুষ্পলতা কুইরীর দাবি, "যাঁরা সারাজীবন চাকরি করেছেন তাঁদের ফেয়ার ওয়েল অনুষ্ঠান ছিল, এখানে ফেয়ার ওয়েল অনুষ্ঠানে দুটো কথা তো বলতে হয়। আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কর্মীরাই এসেছিল।'' ভ্যাকসিন দুর্ভোগ নিয়ে স্থানীয়দের একাংশের অভিযোগ, বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ায় জন্যই এদিন তিন স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনেশন বন্ধ ছিল। যদিও, এই অভিযোগ মানতে নারাজ ব্লক স্বাস্থ্য আধিকারিক। রঞ্জিত রানার দাবি, লাকদাতে পুলিশের অভাবে হয়নি। বাকি দুটো জায়গায় নিয়মিত হয় না।


আরও পড়ুন: বালি ওভারলোডিংয়ে নজর, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের