রাজীব চৌধুরী, জঙ্গিপুর: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির স্মরণে মিউজিয়াম তৈরির উদ্যোগ প্রণব-পুত্র অভিজিতের। প্রাক্তন রাষ্ট্রপতির ব্যবহার করা চেয়ার থেকে বই, ডিবেটের নথি  বিভিন্ন সরঞ্জাম নিয়ে মিউজিয়াম শুরুর ভাবনা প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের (Abhijit Mukherjee)। জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের বাড়িতেই তৈরি করা হবে সংগ্রহশালা (Museum)।


জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবন থেকে তালকোটা রোডের বাড়ির ব্যক্তিগত আসবাবপত্র নিয়ে আসা হবে জঙ্গিপুরের বাড়িতে। সাজিয়ে রাখা হবে প্রাক্তন রাষ্ট্রপতির  ব্যবহৃত জুতো, চপ্পলও। ব্যক্তিগত সংগ্রহের বই, বিভিন্ন ডিবেটের নথি রাখা হবে সংগ্রহশালায়।


আরও পড়ুন: নিয়োগ হলেও পাননি বেতন, কাজ থেকে বিতারিত কর্মীরা, বনগাঁ হাসপাতালে শুরু আন্দোলন


জঙ্গিপুরের বাড়ি সম্পূর্ণ হওয়ার কিছুদিন পরেই রাষ্ট্রপতি হন প্রণব মুখোপাধ্যায়। সেই কারণে  ‘জঙ্গিপুর ভবন’-এ  বেশিদিন থাকতে পারেননি তিনি। এবার এই বাড়ি ঘিরেই উদ্যোগ মিউজিয়ামের। গতকাল ছিল প্রণব মুখোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। আর এদিনই এই  ভাবনার কথা সামনে আনলেন প্রণব পুত্র অভিজিৎ।


রাষ্ট্রপতি হওয়ার আগে প্রায় ৫ দশক সংসদের সদস্য ছিলেন তিনি। ১৯৬৯ সালে প্রথমবার রাজ্যসভার সাংসদ হন তিনি। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে লোকসভার সদস্যও হন। গত বছর অগাস্ট মাসে বাড়ির বাথরুমে পড়ে গিয়েছিলেন। পড়ে গিয়েই মাথায় চোট পান প্রণব মুখোপাধ্যায়। এরপর তাঁকে ভর্তি করা হয় দিল্লির কনটেনমেন্ট সেনা হাসপাতালে। করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজেটিভ। ট্যুইটারে সেই রিপোর্টের কথা নিজেই জানিয়েছিলেন। একইসঙ্গে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের সতর্কও করে দেন তিনি। এরপর মাথায় অস্ত্রোপচার হয় তাঁর। কিন্তু ফেরা হল না। এক বছর আগের ৩১ অগাস্ট থেমে গিয়েছিল বেঁচে থাকার লড়াই। বাবার মৃত্যুর খবর জানিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। আর প্রথম মৃত্যুবার্ষিকীতে নতুন উদ্যোগের কথাও জানালেন। 


আরও পড়ুন: বালি ওভারলোডিংয়ে নজর, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের