কলকাতা: আজ কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt ) বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে গ্রুপ সি) মামলার শুনানি। সওয়াল করবেন সিবিআইয়ের (CBI) আইনজীবী। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া OMR শিটগুলির গ্রহণযোগ্যতা নিয়ে আজ নিজেদের (SSC Group Cবক্তব্য জানাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) । এই OMR শিটগুলি বিকৃত হতে পারে এবং এগুলি নির্দিষ্ট চাকরিপ্রার্থীদের নাও হতে পারে এই মর্মে আশঙ্কাপ্রকাশ করেছিলেন চাকরিহারাদের আইনজীবীরা। আজ বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে সেই মামলারই শুনানি ।
এসএসসি গ্রুপ সি নিয়োগেভয়াবহ দুর্নীতি: কারও শূন্য হয়ে গিয়েছে ৫৪, কারও ১ হয়ে গিয়েছে ৫৬ । এ যেন পুরোপুরি ভেল্কিবাজি! এসএসসি গ্রুপ সি ( (SSC Group C) নিয়োগে এমনই ভয়াবহ দুর্নীতি সামনে এল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ওএমআর শিটে নম্বর সংক্রান্ত গোলমাল রয়েছে এমন ৩ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করল এসএসসি (SSC)। কতজন পরীক্ষার্থীর কত নম্বর বাড়ানো হয়েছে, হাইকোর্টের নির্দেশে তালিকা প্রকাশ কমিশনের । তা সামনে আসতেই কার্যত চোখ কপালে ওঠার জোগাড়। কারণ তালিকার ছত্রে ছত্রে 'দুর্নীতি' । কারও আসল পরীক্ষায় জুটেছে ১, সেটা হয়ে গিয়েছে ৫৪ । কারও আবার আসল পরীক্ষায় জুটেছে শূন্য, সেটা হয়ে গিয়েছে ৫৬। এমনই ভূরি ভূরি উদাহরণ ছড়িয়ে রয়েছে ওই তালিকায় ।
মোট ৩ হাজার ৪৭৮ জনের মধ্য়ে ৩ হাজার ৩০ জনেরই নম্বর দেদার বাড়ানো হয়েছে। ওই পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে আসলে যা নম্বর পেয়েছেন, তার থেকে অনেক অনেক বেশি নম্বর দেওয়া হয়েছে প্রকাশিত omr sheet-এ । তার জেরে মিলেছে চাকরি, ইতিমধ্যে দাপিয়ে চাকরিও করছেন তাঁরা।
অবশ্য সবার নম্বর বাড়েনি। তালিকায় ৩০৩১-৩৩৯২ ক্রমসংখ্যায় যাঁরা রয়েছেন, তাঁদের প্রাপ্ত নম্বর ও ওএমআর নম্বর এক । আবার, তালিকার ৩৩৯৩ থেকে শেষ পর্যন্ত যাঁদের ক্রমসংখ্যা, তাঁদের প্রাপ্ত নম্বর থেকে ওএমআর শিটের নম্বর অনেকটাই কম ।
ওএমআর শিট দিয়ে কেকের প্যাকেট:
ওএমআর শিট দিয়ে তৈরি কেকের প্যাকেট! কেক কিনতে গিয়ে শান্তিনিকেতনে মিলল ওএমআর শিট! কীসের ওএমআর শিট? কীভাবেই বা এল দোকানে? নাম, রোল নম্বর লেখা ওএমআর শিট ঘিরে শোরগোল।