কলকাতা: আর জি কর-কাণ্ডের (R G Kar News) জেরে এবার সরানো হল আইএমএ-র মালদা শাখার সভাপতিকে। ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালের ক্রাইম সিনে তাপস চক্রবর্তী রয়েছেন বলে অভিযোগ ওঠে। কেন তিনি সেখানে ছিলেন তার উপযুক্ত উপযুক্ত ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত মালদা শাখার সভাপতি পদ থেকে অব্যাহতি বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।
আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে তোলপাড়ের আবহে ভাইরাল একটি ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। এর আগে IMA-র রাজ্য় শাখার তরফে দাবি জানানো হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুশান্ত রায়, অভীক দে, তাপস চক্রবর্তী, দীপাঞ্জন হালদার ও বীরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করুক রাজ্য় মেডিক্য়াল কাউন্সিল। রাজ্য় মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায়কে চিঠি পাঠিয়ে পদত্যাগ করতে অনুরোধ করে ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশনের রাজ্য় শাখা। আর এবার সরিয়ে দেওয়া হল আইএমএ-র মালদা শাখার সভাপতি তাপস চক্রবর্তীকে। আইএমএ-র মালদা শাখার সহ সভাপতির দাবি, ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালের ক্রাইম সিনে কেন ছিলেন তাপস চক্রবর্তী? এই প্রশ্নের উপযুক্ত ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আইএমএ-র মালদা শাখার সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আইএমএ-র মালদা শাখার সভাপতি পদ থেকে সরানোর পর তাপস চক্রবর্তী বলেন, 'রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে কলকাতায় গিয়েছিলাম। ৯ অগাস্ট বৈঠকের মাঝে হঠাৎই আর জি কর মেডিক্যালে মর্মান্তিক ঘটনার খবর আসে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আর জি কর মেডিক্যালে গিয়েছিলাম। রাত সাড়ে চারটে থেকে ৬টা-সোয়া ৬টা পর্যন্ত ছিলাম।'
ক্যাম্পাস ছাড়ার নির্দেশ: আর জি কর-কাণ্ডের আবহে, একাধিক সরকারি মেডিক্য়াল কলেজ থেকে সামনে এসেছে থ্রেট কালচারের অভিযোগ। ভাইরাল হয়েছে বেশ কয়েকটি অডিও ক্লিপ। এরই মধ্য়ে থ্রেট কালচারের প্রতিবাদে অধ্যক্ষের সঙ্গে পড়ুয়াদের বৈঠক চলাকালীন হামলার ঘটনায় অভিযুক্ত ৯ পড়ুয়াকে চিহ্নিত করে অবিলম্বে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিল সাগর দত্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rajbhawan:'প্রশাসন এবং আইন সংক্রান্ত মন্ত্রিসভার প্রস্তাব জানাতে হবে রাজভবনে' জারি বিবৃতি