কলকাতা: আর জি কর মেডিক্য়ালে (R G Kar News) নারকীয় ঘটনায় এবার তরুণী চিকিৎসকের সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্য়মন্ত্রী। বললেন, রাত ৩টে থেকে সকাল ৯টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় চিকিৎসকের কোনও খোঁজ পাওয়া গেল না, অথচ কেউ কোনও খোঁজ নিল না কেন? ঘটনায় দোষীর ফাঁসি চেয়ে, এদিন মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মুখ্য়মন্ত্রী। ৩৪ বছরের বাম শাসনকাল এবং একাধিক বিজেপি শাসিত রাজ্য়ের নৃশংসতার উদাহরণ টেনে, এদিন বাম-বিজেপিকে আক্রমণ শানান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 


সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন: আর জি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে, বিরোধীদের ঘাড়ে দায় ঠেলেছেন মুখ্য়মন্ত্রী। এবার মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায়, তাঁর সহকর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "রাত একটা পর্যন্ত তারা একসাথে খাওয়া দাওয়া করেছে। ততক্ষণ সে ভাল ছিল। তারপর ২টোর পর সে সম্ভবত ঘুমোতে গেছে। যদি মেয়েটি রাত ৩টে থেকে সকাল ৯টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি হদিশ না পাওয়া যায়, আপনারা কেউ খবর নিলেন না? কেন খবর নিলেন না এই ৬-৭ ঘণ্টা?''


আর জি কর-কাণ্ডে বিজেপি যখন তৃণমূলের বিরুদ্ধে সরব, তখন হাথরস-উন্নাওয়ের প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, "বিজেপি বন্ধুরা, বিলকিস বানোদের পরিবারকে হত্য়া করেছেন কারা? বিজেপি। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাথরসে ঘটনা ঘটিয়েছে কে? উত্তরাখণ্ডে নার্সকে হত্য়া করেছে, ৯ দিন বাদে মৃতদেহ পেয়েছে, ধর্ষণ করে, কার রাজ্য়? মণিপুর ১ মাস বিবস্ত্র অবস্থায় হাঁটানো হয়েছে মেয়েদের এবং ধর্ষণ করেছে, গণধর্ষণ করেছে কাদের রাজত্বে?'' সাঁইবাড়ি, আমতা প্রসঙ্গে সিপিএমকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "আজকে যারা এদের মধ্য়ে নতুন এসেছেন, বলব দাদাদের ইতিহাসটা ভাল করে জানুন। বামফ্রন্টের রাজত্ব ভাল করে জানুন। চোখ উপড়ে নিয়েছিল। হাত কেটে নিয়েছিল।''


এদিকে শনিবার থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিল দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশন। আর জি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ধটনার প্রতিবাদে এবং কর্মরত মহিলা চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইন আনার দাবিতে শনিবার কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লি AIIMS-র ফ্য়াকাল্টি অ্য়াসোসিয়েশন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar Chaos: 'ওই ব্য়াটাকে আগে ধরা উচিত' আরজি করে তাণ্ডবের ঘটনায় কাকে নিশানা শুভেন্দুর?