কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital) কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পর থেকেই, আন্দোলনকারী ও বিরোধীদের নিশানায় সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তাঁকে নিশানা করলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 


এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রূপা গঙ্গোপাধ্যায়। এরপর রাজভবনের বাইরে এসে তমলুকের বিজেপি সংসদ বলেন, 'জনগণের স্বীকৃতি হারাতে বসেছে সরকার বিভিন্ন অপরাধের মাধ্যমে। সেই সরকারকে সরিয়ে দিতে হবে। এই বিষয়ে আলোচনা হয়েছে, তা অত্যন্ত সদর্থক হয়েছে।'   


আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রসঙ্গে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, 'উনি তো প্রিন্সিপল, মহাগুরু। তাঁর ভূমিকা তো আছেই। এখন তো শোনা যাচ্ছে মেয়েটিকে যে ঘরে হত্যা করা হয়েছিল, সেই ঘর থেকে সরিয়ে এনে পাশের ঘরে রাখা হয়েছিল। সন্দীপ ঘোষ এবং অন্যান্য মহাগুরুরা সেই মৃতদেহ রাখা হয়েছিল যে অবস্থায় সেই ঘরেই বসেই মিটিং-ইত্যাদি করা হয়েছিল, যদিও এসবই শোনা কথা। এই শোনা কথার সত্যতা প্রকাশ পাবে সিবিআই রিপোর্ট জমা পড়ার পর, কারণ জিজ্ঞাসাবাদ করছে'।                                    


আরও পড়ুন, কার সঙ্গে কাজ করতে সমস্যা হত মেয়ের ? কী বললেন RG করের নির্যাতিতার বাবা


অন্যদিকে, বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের কথায়,  'স্বাধীনতার মধ্যরাতে মহিলারা রাস্তায় নেমে প্রমাণ করেছেন এই সরকার যেভাবে ঘটনা ধামাচাপা দিচ্ছে তা বুঝতে কারও বাকি নেই। মুখ্যমন্ত্রীর যে এই ঘৃণ্য কাজ করছে তাঁকে কেন আড়াল করছেন? অধ্যক্ষকে আরেক জায়গায় পোস্টিং দিয়ে দিলেন। স্বাস্থ্য ও পুলিশ দফতর দুটোই ফেল! রুট ম্যাপ তৈরি করে আর জি করে অশান্তি করলেন। তথ্য প্রমাণ ধ্বংসের জন্য এই কাজ করে চলেছেন।  


এদিকে আজ সন্দীপ ঘোষকে 'প্রভাবশালী' বললেন প্রধান বিচারপতি।  আর জি করের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের উদ্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, 'আপনি তো প্রভাবশালী, চাইলে প্রশাসন আপনাকে ৫০০ পুলিশ দেবে। না দিলে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করব। নিরাপত্তা চেয়ে মামলা করায়'। অন্যদিকে আজই নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে সন্দীপ ঘোষকে CGO কমপ্লেক্সে নিয়ে যায় CBI, চলছে জিজ্ঞাসাবাদ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে