অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহ, মালদা: ফিরে যেতে হল জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে। মালদা মেডিক্যাল কলেজে (Malda Medical College) জয়েন করতে পারলেন না আর জি করের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আর জি কর থেকে আসা কাউকে তাঁরা জয়েন করতে দেবেন না। 


জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে: আর জি কর কাণ্ডের ছাপ আরও জোরালভাবে পড়ল মালদা মেডিক্যাল কলেজেও। মালদা মেডিক্য়াল কোনও আস্তাকুড় নয়। আরজি কর মেডিক্য়ালের কাউকে এখানে এনে ফেলা যাবে না। এই দাবিতে আগেই সরব হয়েছেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা। চলছে লাগাতার বিক্ষোভ-আন্দোলন। বৃহস্পতিবার কাজে যোগ দিতে গিয়ে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়লেন অরুণাভ দত্ত চৌধুরী ৷ যিনি আর জি কর মেডিক্য়ালের চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। নিহত চিকিৎসকও চেস্ট মেডিসিন বিভাগেরই ছিলেন। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার প্রকৃতি মান্না বলেন, "না, এই মুহূর্তে তো ছাত্ররা ওঁকে জয়েক করতে দিতে চাইছে না। সমস্ত আমাদের যারা আন্দোলনকারী ছাত্ররা জয়েন করতে দিতে চাইছে। আমরা জয়েন করতে দিতে চাইছি না। আমাদের যা মতামত, আমরা আগেও জানিয়েছিলাম যে, এই পরিস্থিতিতে জয়েন যেন না করানো হয়।''

গত ২১ অগাস্ট, সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেন আর জি করের আন্দোলনকারী চিকিৎসকরা। পরে তাঁদের প্রতিনিধিদল স্বাস্থ্য ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয়। আন্দোলনকারীদের দাবি ছিল, চার আধিকারিককে অবিলম্বে সরাতে হবে। আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে ওইদিন রাতেই হাসপাতালের চার কর্তাকে বদলির সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ভবন। যঁদেরকে বদলি করা হয় তাঁদের মধ্যে অন্যতম চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। আর জি কর মেডিক্য়াল কলেজ থেকে তাঁকে মালদা মেডিক্যালে বদলি করা হয় স্বাস্থ্যভবনের এই সিদ্ধান্ত জানার পরই ক্ষোভে ফেটে পড়েন মালদা মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা।

এই পরিস্থিতিতে এদিন মালদা মেডিক্যালে যোগ দিতে যান অরুণাভ দত্ত চৌধুরী। সকালে হাসপাতালে পৌঁছে তিনি প্রিন্সিপালের ঘরে বসেন। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র চিকিৎসকরা। ঘটনা ঘিরে উত্তেজনা দেখা দিলে হাসপাতালে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। হাসপাতাল সূত্রে খবর, বিক্ষোভের মুখে এদিন জয়েন করতে পারেননি অরুণাভ দত্ত চৌধুরী। যদিও তিনি এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: R G Kar News: 'সবুজ রঙের চাদরের কোনও অস্তিত্ব নেই' আরজি কর কাণ্ডে মন্তব্য পুলিশের