রাওয়ালপিণ্ডি: বাংলাদেশের কাছে রাওয়ালপিণ্ডি টেস্টে হারের ধাক্কায় কেঁপে গিয়েছে পাকিস্তানের (PAK vs BAN) ক্রিকেট। সেই ধাক্কার অভিঘাত এমনই যে, দ্বিতীয় টেস্টের দল থেকে দলের সেরা তারকা পেসারকে বাদ দিয়ে দিতেও দুবার ভাবল না পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
শুক্রবার থেকে রাওয়ালপিণ্ডিতে শুরু হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্টে হেরে যাওয়ার পর সিরিজ বাঁচাতে এই ম্যাচে জিততেই হবে শান মাসুদের দলকে। ম্যাচ হারলে তো বটেই, ড্র হলেও সিরিজ হাতছাড়া হবে পাকিস্তানের। প্রথমবার পাকিস্তানের মাটি থেকে টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি অর্জন করবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে তাই মরিয়া পাকিস্তান।
আর তার প্রথম পদক্ষেপ হল, দ্বিতীয় টেস্টের দল থেকে ছেঁটে ফেলা হল দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকে! বৃহস্পতিবার, ২৯ অগাস্ট বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেই দলে রাখা হয়নি বাঁহাতি পেসার তথা শাহিদ আফ্রিদির জামাই শাহিন শাহ আফ্রিদিকে (Shaheen Afridi)। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে বাড়তি স্পিনার আব্রার আমেদকে (Abrar Ahmed)। পাশাপাশি ১২ সদস্যের সম্ভাব্য দলে রাখা হয়েছে মীর হামজাকেও (Mir Hamza)।
প্রথম টেস্টে সুখকর অভিজ্ঞতা হয়নি শাহিন শাহ আফ্রিদির। গোটা ম্যাচে ৩০ ওভার হাত ঘুরিয়ে ৮৮ রান খরচ করে ২ উইকেট নেন আফ্রিদি। প্রথম টেস্টে চার পেসার দিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছিল পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির পাশাপাশি রাখা হয়েছিল নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মহম্মদ আলিকে। যে কারণে স্পিন আক্রমণের জন্য নির্ভর করে থাকতে হয়েছিল অনিয়মিত বোলার আঘা সলমন, সঈম আয়ুব ও শওদ শাকিলের ওপর। সেই কৌশল মুখ থুবড়ে পড়েছিল। প্রথম ইনিংসে ১১৭ রানের বিরাট লিড নিয়েছিল বাংলাদেশ। ১৯১ রানের ম্যারাথন ইনিংস খেলেছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং স্পিন আক্রমণের সামনেই ভেঙে পড়ে। বাংলাদেশের শাকিব আল হাসান (Shakib Al Hasan) ও মেহেদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) ঘূর্ণির কোনও জবাব ছিল না পাক ব্যাটারদের কাছে। মাত্র ১৪৬ রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান।