উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ , সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : ৯ অগাস্ট। দিনটা বিভীষিকাময় তাদের কাছে। এই দিনেই পরিবারের কাছে এসেছিল মেয়ের মৃত্যুর খবর।আর জি কর ধর্ষণ-খুনের ঘটনায় নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। বছর পেরোলেও সুবিচার না পাওয়ার অভিযোগে, এখনও দরজায় দরজায় ঘুরছেন সন্তানহারা দম্পতি।রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে মারধরেরও অভিযোগ তুলেছেন আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের মা। এই প্রেক্ষাপটে সন্তান-শোকে বিহ্বল দম্পতির নিশানায় ফের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে মারাত্মক অভিযোগ তুলেছেন সিবিআই এর বিরুদ্ধেও। মেয়েকে হারিয়ে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুললেন আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের বাবা-মা। আর সিবিআই-এর বিরুদ্ধে এমন অভিযোগই কার্যত অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতে।
বহুদিন ধরেই জানিয়েছেন, সিবিআই তাঁদের কথায় কর্ণপাত করছে না। তদন্তের বিষয়ে যোগাযোগও রাখছে না। সিবিআইয়ের সদিচ্ছা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন, নিহত চিকিৎসকের বাবা। এবার তুললেন আরও ভয়ঙ্কর অভিযোগ। বললেন, 'CBI কাজ না করলে বেতন পায় আর কাজ করলে ঘুষ পায়। পরিষ্কার কথা।' কিন্তু এই কেসের ক্ষেত্রে কার থেকে ঘুষ নিয়েছে কেন্দ্রীয় সংস্থা ? এই বিষয়টি নিয়ে অবশ্য কোনো কথা বলেননি, আর জি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা। শুধু বলেন, জানি না।তবে তাঁর দাবি, CBI সব জানে, সব বের করেছে। এখানেই শেষ নয়, এবার কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মেয়ে-হারা বাবা। তাঁর দাবি, 'আমাদের দেশের যে প্রধান, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী...কিন্তু সত্যিকারের বিষয়, তারা এই ব্যাপারটা নিয়ে ভাবছেন বলে তো আমাদের তো মনে হচ্ছে না...কেন্দ্রীয় সরকার যে কেন আমাদের সঙ্গে সহযোগিতা করছে না, সেই একটা প্রশ্ন আমাদের রয়ে গেল।'
সেই সঙ্গে, নিহত চিকিৎসকের বাবা-মার অভিযোগের নিশানায় থেকেছেন খোদ মুখ্যমন্ত্রীও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। অভয়ার মা-বাবার বক্তব্য শুনে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ওঁরা একদিকে বলছেন সিবিআই ঘুঁষ নিয়ে কাজ করেছে, আবার অন্যদিকে বিজেপির সঙ্গে নবান্ন চলো মিছিলে হাঁটছেন, দুটো তো একসঙ্গে হতে পারে না। ওঁদের এক মুখে কথা বলতে হবে।
এই বিষয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, তাঁদের ভুল বোঝাবো হয়েছে। কলকাতা পুলিশ যদি আগেই প্রমাণ লোপাট করে দেয়, তাহলে সিবিআই কী করবে !
এর আগে, আর জি কর হাসপাতালে ধর্ষণ-খুন মামলা প্রথমে কলকাতা পুলিশ ও পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর কাছে। কিন্তু, তারপরও দোষী প্রমাণিত হয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়। এই আবহে সোমবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, বিশ্ব জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছেন ১৩৬টি দেশের প্রবাসী বাঙালিরা।