কলকাতা: আর জি কর-কাণ্ডে (R G Kar News) বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। এই পরিস্থিতিতে আগামীকাল সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি রয়েছে। কাল মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে, ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে কলেজে হামলার ঘটনায় রিপোর্ট দেবে কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে বিচারের আশায় দিন গুনছেন নির্যাতিতার বাবা-মা।
সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি: ক্যালেন্ডার বলছে মাস বদলেছে। বদলায়নি প্রতিবাদের ছবিটা। ন্যায়বিচারের জোরালো দাবি এক ছটাক কমে তো নিই, উল্টে দিন দিন বাড়ছে। ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। সোমবার তার একমাস পূরণ হচ্ছে। আর সেদিনই সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলার দ্বিতীয় দিনের শুনানি. প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে শুনানির তালিকায় প্রথমেই রয়েছে এই মামলা।
এই প্রেক্ষাপটে রাজ্য জুড়ে একটাই আওয়াজ উঠেছে, 'জাস্টিস ফর আর জি কর'। আর জি কর-কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা এক। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে কি একজনই জড়িত না একাধিক? ধৃত সঞ্জয় রায় ছাড়া কি আরও কেউ এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত রয়েছে? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা।এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টে চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্ত রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেবে সিবিআই। অন্যদিকে, গত ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যাল কলেজে দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর ঘটনায়, সর্বোচ্চ আদালতে রিপোর্ট দেবে কলকাতা পুলিশ।
সর্বোচ্চ আদালতে কী জানাবে সিবিআই? আর জি কর মেডিক্যালে ভাঙচুরে কী রিপোর্ট দেবে কলকাতা পুলিশ? ধর্ষণ, খুনের পর ঘটনাস্থলের কাছে দেওয়াল ভাঙা থেকে সেমিনার হলে ভিড়ের ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন উঠেছে আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনায় কি তথ্য প্রমাণ লোপাট হয়েছে? হয়ে থাকলে তার পিছনে রয়েছে কে বা কারা? কাউকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? সুপ্রিম কোর্ট সূত্রে খবর, এই মামলায় যুক্ত হতে চেয়ে ইতিমধ্যে একাধিক আবেদন পত্র জমা পড়েছে। সেগুলো নিয়েও সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jawhar Sircar Resign: পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর জহর সরকারকে ফোন মুখ্যমন্ত্রীর