কলকাতা: আর জি করের আঁচ লাগল কলকাতা পুরসভায় (KMC)। উত্তপ্ত হয়ে উঠল মাসিক অধিবেশন। বিরোধী কাউন্সিলরদের দাবি মেনে পাঠ করা হল শোকপ্রস্তাব, ২ বার হল নীরবতা পালন। মুলতুবি প্রস্তাব খারিজ হয়ে যাওয়ায় ওয়াকআউট করলেন বিজেপি কাউন্সিলররা। ব্যানার হাতে বিক্ষোভ বাম ও কংগ্রেসের। রাজনীতি করছে বিরোধীরা, পাল্টা জবাব দিলেন মেয়র। 


পুরসভায় আর জি কর-আঁচ: ভেতরে বিজেপির শোরগোল বাইরে মেয়রের ঘরের সামনে ব্যানার হাতে বিক্ষোভ দেখালেন বাম ও কংগ্রেস কাউন্সিলররা। শুক্রবার এভাবেই আর জি কর-কাণ্ডের আঁচ লাগল কলকাতা পুরসভায়। উত্তপ্ত হয়ে উঠল মাসিক অধিবেশন। চেয়ারপার্সন মালা রায় অসুস্থ থাকায় এদিন অ্যাক্টিং চেয়ারপার্সন ছিলেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। অধিবেশন শুরুর আগে নিয়ম মতো শোক প্রস্তাব পাঠ করেন তিনি। শোকজ্ঞাপনের পরই বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা এবং সজল ঘোষ দাবি করেন, আর জি করের ঘটনা নিয়েও শোক প্রস্তাব পাঠ করা হোক। অ্যাক্টিং চেয়ারপার্সন প্রথমে তা মানতে না চাইলেও পরে মেনে নেন। দ্বিতীয়বার পালিত হয় নীরবতা। এরপর বিজেপি কাউন্সিলররা প্রস্তাব দেন, এদিনের মতো অধিবেশন মুলতুবি করা হোক। প্রস্তাব মঞ্জুর না হওয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কাউন্সিলররা। এরপর ওয়াকআউট করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২ বিজেপি কাউন্সিলর।


বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, "এরা একজন ডাক্তার, অন ডিউটি খুন হয়ে গেল, ধর্ষিতা হয়ে গেলেন, তাঁদের ১০ লাখ টাকা অব্দি দিতে রাজি, শোক প্রস্তাব পাঠ করতে রাজি নয়।  কলকাতার ইতিহাসে এটা লজ্জা, ২ বার, একাধিকবার, আমরা নীরবতা পালন করলাম, এটা বোধ হয় কলকাতা পুরসভার ইতিহাসে হয়নি। এত নির্লজ্জ, ২বার নীরবতা পালন করল, তবু এটা মাথায় এল না যে, এটা করা উচিত।'' অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে মেয়রের ঘরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস ও সিপিএম কাউন্সিররা। কলকাতা পুরসভার অ্যাক্টিং চেয়ারপার্সন অরূপ চক্রবর্তী বলেন, "এরকমভাবে মুলতুবি আনা যায় না। এটা রাজনীতি করার জায়গা নয়। জল ঘোলা করে মাছ ধরার চেষ্টা হচ্ছে।'' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Rudranil Ghosh: পুলিশ তোমার মেয়েও জানে কে সে ষড়যন্ত্রী: রুদ্রনীল ঘোষ