Bike News: ভারতের বাজারে কাওয়াসাকি নিঞ্জা ৬৫০ প্রিমিয়াম বাইক হিসেবে খুবই জনপ্রিয়। বহু বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই মডেলটি। আর কাওয়াসাকিকে টেক্কা দিতে আরেকটি নতুন স্পোর্টস বাইক বাজারে নিয়ে এসেছে ট্রায়াম্ফ (Triumph Daytona 660)। ২৯ অগাস্ট বৃহস্পতিবার ভারতের বাজারে লঞ্চ হয়েছে ট্রায়াম্ফ ডেটোনা। পকেটে ১০ লাখ টাকা থাকলে সহজেই এই বাইক কিনে ফেলতে পারেন আপনি। দেখে নেওয়া যাক ট্রায়াম্ফের এই নতুন বাইকে কী কী বিশেষত্ব আছে।


Triumph Daytona 660


২০২৪ সালের জানুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল ট্রায়াম্ফের এই নতুন বাইক ডেটোনা ৬৬০ সিসি। এর ঠিক সাত মাস পরে ভারতের বাজারে চলে এল ট্রায়াম্ফের (Triumph Daytona 660) এই নতুন স্পোর্টি মডেল। পারফরম্যান্স, পাওয়ার এবং কম্ফর্ট এই তিনের সমন্বয়ে তৈরি হয়েছে এই বাইক। ট্রায়াম্ফের এই বাইক নিয়ে রাস্তায় বেরোলে খুব ভাল পারফরম্যান্স দেবে, শহরের ভিতরেও আরামে চালানো যাবে এই বাইক।


পাওয়ারট্রেন কী রয়েছে


ট্রায়াম্ফ ডেটোনা ৬৬০ বাইকে একটি ৬৬০ সিসির ইনলাইন, লিকুইড কুলড, ৩ সিলিন্ডার ইউনিট ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনে রয়েছে ১২টি ভালভ, ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফট, ২৪০ ডিগ্রি ফায়ারিং অর্ডার। এর সঙ্গে এই বাইকে আপনি পাবেন ৬ স্পিডের ট্রান্সমিশন। ট্রায়াম্ফ ডেটোনা ৬৬০ সিসির বাইকে ৯৪ বিএইচপি শক্তি উৎপন্ন হয় ১১৫০০ আরপিএমে এবং ৮২৫০ আরপিএমে ৬৯ এনএম টর্ক উৎপন্ন হয়।


ট্রায়াম্ফ বাইকের ফিচার্স


ডেটোনা বাইকে রয়েছে টিএফটি ডিসপ্লে (Triumph Daytona 660) যার সঙ্গে মাল্টিপল কানেক্টিভিটি রয়েছে মাই ট্রায়াম্ফ অ্যাপে। এই বাইকে তিনটি রাইডিং মোড দেখা যায় স্পোর্ট, রোড ও রেইন। এবিএস এবং ট্রাকশান কনট্রোল ফিচার্সও এই বাইকে দেওয়া আছে বাইক চালকের সুরক্ষার জন্য। মোট ৩টি রঙের বিকল্প নিয়ে বাজারে লঞ্চ হয়েছে এই নতুন বাইকটি।


কাওয়াসাকির বাইককে দামে টেক্কা দেবে ট্রায়াম্ফ


ট্রায়াম্ফ ডেটোনা ৬৬০-এর মত আরও অনেক স্পোর্টস বাইক বাজারে রয়েছে। কাওয়াসাকি নিঞ্জার ৬৫০ বাইককে টেক্কা দিতে চলেছে ট্রায়াম্ফের এই বাইক। এমনকী অ্যাপ্রিলা ৬৬০ মডেলটিকেও টেক্কা দেবে ট্রায়াম্ফ ডেটোনা। এই বাইকের এক্স শোরুম দাম ৯ লাখ ৭২ হাজার ৪৫০ টাকা।


আরও পড়ুন: Electric Car: এক চার্জেই ৯০০ কিমি ছুটবে হুন্ডাইয়ের এই বৈদ্যুতিন গাড়ি, কত দামে পাবেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI