কলকাতা: আর জি কর-কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি। তার আগে ফের রাত দখল। সোমবার ভোর দখলের ডাকও দেওয়া হয়েছে। বিচারের দাবিতে রাজপথে জন-গর্জন। কলকাতা থেকে জেলা, আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ।


এবার রাত থেকে ভোর দখল: এক মাস আগের এমনই এক ৯ তারিখ আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ঘটে। মা-বাবার কোল খালি করে চলে গিয়েছে একমাত্র মেয়ে। আদরের মেয়েকে হারিয়ে হাহাকার পরিবারে। চিকিৎসক ধর্ষণ-খুনের এক মাস পূর্তিতে আবার 'রাত দখল'। গান-কবিতা-রং তুলিতে রাজ্য়জুড়ে 'জাস্টিস ফর আর জি কর'। শহরের রাস্তাই হয়ে উঠল ক্য়ানভাস। মশাল-মোমবাতির আলোয় ঢাকল আঁধার। উত্তর থেকে দক্ষিণ, অভিনব প্রতিবাদের সাক্ষী হল কলকাতা। আর জি কর মেডিক্য়াল কলেজের ক্য়াজুয়ালটি ব্লকের ইমার্জেন্সির সামনে ফুল দিয়ে প্রতিবাদের ভাষা লিখে ও প্রদীপ জ্বেলে প্রতিবাদ জানালেন জুনিয়র চিকিৎসকরা। 


আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে জেলায় জেলায় প্রতিবাদে মুখর হলেন নবীন-প্রবীণরা। পথনাটিকা থেকে মানববন্ধ কিংবা রাস্তায় প্রতিবাদে ভাষা লেখা। গড়িয়ায় রাস্তায় লেখা হল প্রতিবাদের ভাষা। গানে-রং তুলিতে শিল্পী থেকে সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হলেন যাদবপুরে। রাসবিহারীতে মোবাইল ফোনের আলো জ্বেলে, মানব বন্ধনের মাধ্য়মে প্রতিবাদ জানালেন সাধারণ মানুষ। পথে নামলেন প্রবীণ মানুষও। শ্যামবাজার থেকে সোদপুর প্রায় ১৪ কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন করে প্রতিবাদ জানালেন নবীন থেকে প্রবীণ মানুষ। সিঁথি মোড়েও মানববন্ধন করে প্রতিবাদে সামিল হন আট থেকে আশি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ প্রশাসনের তরফে ধামাচাপার দেওয়ার চেষ্টা হয়েছে: নির্যাতিতার মা