মুম্বই: আজই শেষ হয়েছে দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) ইন্ডিয়া 'এ' বনাম ইন্ডিয়া 'বি'-র ম্যাচ। সেই ম্যাচে দুরন্ত বোলিং করে দলকে জয় এনে দিয়েছেন যশ দয়াল (Yash Dayal)। সেই সুবাদেই প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন বাঁ-হাতি ফাস্ট বোলার। বাংলাদেশের বিরুদ্ধে সদ্যই প্রথম টেস্টের (IND vs BAN 1st Test) দল ঘোষণা হয়েছে। সেই দলে রয়েছে দয়ালের নাম।
এই সিরিজ়ের মাধ্যমেই ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরেছিলেন তারকা কিপার ব্যাটার। তাঁর টেস্ট দলে ফেরার প্রত্যাশা ছিলই। দলীপেও আগ্রাসী ইনিংসে নজর কাড়েন তিনি। প্রত্যাশামতোই ফিরলেন পন্থ। ঘটনাক্রমে এই বাংলাদেশের বিরুদ্ধেই কিন্তু পন্থ ২৫ জিসেম্বর, ২০২২ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই ওপার বাংলার দলের বিরুদ্ধেই আবার মাঠে নামবেন ২৬ বছর বয়সি কিপার-ব্যাটার।
তবে পন্থ সুযোগ পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রভাবিত করা ধ্রুব জুরেলকে দলে রাখা হয়েছে। রয়েছেন কেএল রাহুলও। মহম্মদ শামি সম্পূর্ণ ফিট হওয়ায় কাছাকাছি পৌঁছলেও তিনি এখনও ম্যাচ ফিট নন। তাঁর অনুপস্থিতেত জাতীয় দলে ডাক পেলেন বাংলারই আরেক তারকা ফাস্ট বোলার। তিনি আকাশ দীপ। দলীপ ট্রফির ম্যাচে ইন্ডিয়া 'এ'-র হয়ে অনবদ্য বোলিং করেন তিনি। নেন মোট নয়টি উইকেট। তাই তাঁকে দলে দেখে কেউই অবাক হবেন না। তবে মুকেশ কুমার নেই দলে।
ঘোষিত দলে রয়েছেন যশপ্রীত বুমরাও। টি-টোয়েন্টি বিশ্বজয়ের পর এই সিরিজ়ের মাধ্যমে কামব্যাক ঘটাচ্ছেন যশপ্রীত বুমরাও। অপরদিকে, অসুস্থতার কারণে মহম্মদ সিরাজ ও অজানা কারণে রবীন্দ্র জাডেজা দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচে না খেললেও কিন্তু জাতীয় দলে প্রথম টেস্টে সুযোগ পেয়েছেন। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইতে শুরু হবে সেই ম্যাচ।
ঘোষিত ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হতাশ করলেন গিলরা, জলে গেল ব্যাটে বলে আকাশ দীপের লড়াই, দলীপে ৭৬ রানে জয় ঈশ্বরণদের