কলকাতা: লোকসভা নির্বাচনের প্রচারে এসে বাংলায় বক্তৃতা করেছেন। বাংলায় গানও গাইতে শোনা গিয়েছে তাঁকে। মাঝে গুরুদেবকে অনুকরণ করেই দাড়ি বাড়িয়েছিলেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। এবার রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরু রবীন্দ্রনাথের লেখা কবিতা আবৃত্তি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মবার্ষিকীতে বিশ্বকবির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মোদি, তাতেই বাংলায় কবিতা আবৃত্তি করেন। (Rabindra Jayanti 2024)


বুধবার কবিকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন মোদি। তিনি লেখেন, 'গুরুদেব টেগোরের জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য। তাঁর সহিষ্ণু প্রজ্ঞা এবং প্রতিভা প্রজন্মের পর প্রজন্ম ধরে অসংখ্য মানুষে প্রাণিত ও আলোকিত করতে থাকবে'। ওই লেখার সঙ্গে ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও-ও পোস্ট করেন মোদি, যাতে রবীন্দ্রনাথের কিছু ফুটেজও রয়েছে। (Narendra Modi)


ওই ভিডিও-তে যে বার্তা দেন মোদি, তাতেই বাংলায় কবিতা আবৃত্তি করেন। রবীন্দ্রনাথেরই লেখা 'ওরে নূতন যুগের ভোরে' কবিতাটি আবৃত্তি করেন তিনি। তাঁর কণ্ঠে শোনা যায়, 'চলায় চলায় বাজবে জয়ের ভেরী/পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি..'। মোদিকে বলতে শোনা যায়, "গুরুবর ঠাকুর নিজের কবিতায় প্রত্যেক পদধ্বনিতে নূতনের আগমনের ঘোষণা করেছেন, দৌড়ে বেড়ানো পা-ই নয়া রাস্তা দেখাবে। রবীন্দ্রনাথ প্রতিভাশালী ব্যক্তি ছিলেন। ওঁর মধ্যে একজন শিক্ষক ছিলেন। গীতাঞ্জলিতে লিখেছিলেন. 'He, Who has the knowledge has the responsibility to impart it to the students'. জ্ঞান এবং বিবেক সম্পন্ন মানুষ ছিলেন গুরুদেব, তাঁর প্রতিভা সকলের উপর ছাপ রেখে গিয়েছে।"



আরও পড়ুন: Naihati Boro Maa : সাড়ে ৪ হাজার কেজির ভোগ ! প্রসাদ পেলেন কাতারে কাতারে মানুষ, অভূতপূর্ব ছবি বড়-মার অন্নকূূটে


এদিন কবিকে শ্রদ্ধা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, 'ওঁর জন্মদিনে, আজকের এই শুভ দিনে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর লেখা দিয়েই শ্রদ্ধা জানাই- চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি..., পিতঃ ভারতেরে সেই স্বর্গে করে জাগরিত'। (Mamata Banerjee)



ক্যালেন্ডারে বুধবার হলেও আজ রবি-বার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন। এদিন ভোর ৫টায় বৈতালিক দিয়ে  শান্তিনিকেতনে রবীন্দ্র জন্মোৎসবের অনুষ্ঠান শুরু হয়। উপাসনা গৃহে আয়োজন করা হয় স্তোত্রপাঠ, গান, প্রার্থনার। অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক, অধ্যাপক, আশ্রমিক ও পড়ুয়ারা। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে আজ দিনভর নানা অনুষ্ঠান রয়েছে বিশ্বভারতীতে। রাজ্যের সর্বত্রও পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী।


উচ্চ মাধ্যমিকের ফল দেখতে রোল নম্বর দিয়ে সার্চ করুন