ভোটপর্বের মধ্যেই এবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল।  উচ্চমাধ্য়মিকের ফলপ্রকাশ আজ, বুধবার । ৮ মে দুপুর ১টায় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ ফল ঘোষণা করলেও, অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে। ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। উচ্চমাধ্যমিকের ফলের জন্য় লগইন করুন wb12.abplive.com-এ। ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল। মাধ্যমিকের রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা মার্কশিট ও শংসাপত্র হাতে পেলেও, উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু'দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা । ওইদিনই অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। 


কীভাবে ধাপে ধাপে পাবেন উচ্চমাধ্যমিকের ফল :  bengali.abplive.com -এর মাধ্যমে সরাসরি ফল জানতে কী করবেন: 




    • পরীক্ষার্থীর রোল নম্বর দিলেই জানা যাবে ফল (HS Results 2024 ,  Higher Secondary Results

    • লগ ইন করুন  wb12.abplive.com  ,  bengali.abplive.com -এ 

    • রোল নম্বর দিতে হবে।

    • বাকি তথ্য  যত্ন করে লিখুন, আরেকবার দেখে নিন, সব ঠিক লিখেছেন তো ?

    • এরপর সেই তথ্য সাবমিট করতে হবে

    • এরপরেই স্ক্রিনে ফুটে উঠবে পরীক্ষার ফল

    • বিস্তারিত ফল খুঁটিয়ে দেখতে হবে

    • পিডিএফ বা প্রিন্ট আউট বের করে নিন।  





উচ্চমাধ্যমিক সংক্রান্ত তথ্য



  • ২০২৪ সালে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি।

  • পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী।

  • পরীক্ষা নেওয়া হয় মোট ২ হাজার ৩৪১টি কেন্দ্রে।

  • পরীক্ষা সুরক্ষিত করতে কিছু নতুন ব্যবস্থা নিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

  • প্রতিটি প্রশ্নপত্রে রাখা হয়েছিল স্বতন্ত্র সিরিয়াল নম্বর।

    এবারই বহুদিন পর সময় বদল হয় পরীক্ষা শুরুরও। সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষার জন্য ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় নির্দিষ্ট ছিল। 

    আরও পড়ুন :

    রবীন্দ্রজয়ন্তীতে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে, কলকাতায় তাণ্ডব কালবৈশাখীর?


    মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এখন হয় বছরে একবার। রাজ্যে  পরের বছরে ২ বার হবে উচ্চমাধ্যমিক। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে এরাজ্যেই প্রথম লাগু হতে চলেছে নতুন পদ্ধতি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর এবং ২৫ সালের মার্চে হবে একাদশ শ্রেণির ২টি সিমেস্টার। ২০২৫ সালের নভেম্বেরে দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার এবং ২৬-এর মার্চে দ্বাদশের দ্বিতীয় সিমেস্টার নিয়ে হবে উচ্চমাধ্যমিক। সেই অর্থে সিমেস্টার ভিত্তিক উচ্চমাধ্যমিকের প্রথম ব্যাচ পরীক্ষায় বসবে ২০২৬ সালে।  নতুন পদ্ধতির হাত ধরে পরিবর্তন আসছে প্রশ্নপত্রে।


Education Loan Information:

Calculate Education Loan EMI