Rabindra Sarobar : রবীন্দ্র সরোবরে ২ ছাত্রের মৃত্যুর জের, তৈরি হল SOP-র খসড়া ; কী রয়েছে গাইডলাইনে ?

Draft of Standard Operating Procedure : সড়ায় বলা হয়েছে, রবীন্দ্র সরোবরে রেসকিউ বোট, সেফটি অফিসার, ওয়াটার অ্যাম্বুল্যান্স রাখতে হবে

Continues below advertisement

পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) রোয়িং করতে গিয়ে ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তৈরি হল SOP-র খসড়া। যা রোয়িং ক্লাবগুলিকে পাঠিয়েছে KMDA ও পুলিশ। খসড়ায় বলা হয়েছে, রবীন্দ্র সরোবরে রেসকিউ বোট (Rescue Boat), সেফটি অফিসার, ওয়াটার অ্যাম্বুল্যান্স রাখতে হবে। SOP-র খসড়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত রবীন্দ্র সরোবরে বন্ধ থাকবে রোয়িং। 

Continues below advertisement

রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর জের। দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রবীন্দ্র সরোবর লেকে রোয়িং করতে গেলে এবার নির্দিষ্ট গাইডলাইন মানতেই হবে। না হলে রোয়িংয়ের অনুমতি দেওয়া হবে না। নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকের পর তৈরি হল Standard Operating Procedure বা SOP-র খসড়া প্রস্তাব। সেখানে বলা হয়েছে, রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের সময় আন্তর্জাতিক স্তরের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রোয়ার, কক্স রাখতে হবে। 

রবীন্দ্র সরোবরে রোয়িং দুর্ঘটনায় ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পর গত শুক্রবার জরুরি বৈঠক হয় লালবাজারে। বৈঠকে ছিলেন কলকাতার পুলিশ সুপার-সহ, কেএমডিএ-র আধিকারিক এবং রবীন্দ্র সরোবর ব্যবহার করে এমন রোয়িং ও সুইমিং ক্লাবের কর্মকর্তারা। এরপরই SOP তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই যার খসড়া রোয়িং ক্লাবগুলিকে পাঠিয়েছে KMDA ও পুলিশ। SOP’র খসড়ায় বলা হয়েছে, নৌকা ডুবে গেলে কী করতে হবে, আন্তর্জাতিক নিয়ম মেনে নিয়মিতভাবে তার মহড়া দেবেন ট্রেনার ও রোয়াররা। রবীন্দ্র সরোবরে রাখতে হবে রেসকিউ বোট। রেসকিউ বোটে থাকবে এয়ার হর্ন, দড়ি, রেসকিউ টিউব, ব্যাটারিচালিত আলো, ফাস্ট এড বক্স, পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার, কমিউনিকেশন ডিভাইস-সহ বিপদে ব্যবহার্য সরঞ্জাম। 

প্রতি ক্লাবকে একজন করে সেফটি অফিসার রাখতে হবে। ওয়াটার অ্যাম্বুল্যান্স রাখতে হবে রবীন্দ্র সরোবরে। যেখানে থাকবেন চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফ।রাখতে হবে মাঝি। রাখতে হবে লাইফ সেভিং ড্রাগ, CPR’এর ব্যবস্থা। এছাড়া কঠোরভাবে মানতে হবে আবহাওয়ার পূর্বাভাস। মাঝে মাঝেই বিপদের কীভাবে মোকাবিলা করা যায়, তার মক ড্রিল করতে হবে। 

খসড়ায় আরও বলা হয়েছে, নিয়মিত সময় অন্তর সম্বন্বয় বৈঠক করতে হবে। ক্লাবের মধ্যে ইমার্জেন্সি ফোন নম্বর বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে। 
জানানো হয়েছে, SOP-র খসড়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত রবীন্দ্র সরোবরে বন্ধ থাকবে রোয়িং। এদিকে, রবীন্দ্র সরোবরে রোয়িংয়ের সময় বিপর্যয়ে ছেলের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ক্লাব কর্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এফআইআর দায়ের করেছেন মৃত সৌরদীপ চট্টোপাধ্যায়ের বাবা। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola