কলকাতা : ঝড়ে রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে ২ ছাত্রের ডুবে মৃত্যুর ঘটনার জের। বন্ধ টুর্নামেন্ট। রোয়িং টুর্নামেন্ট বন্ধ রাখল বেঙ্গল রোয়িং ক্লাব। এর পাশাপাশি দু’দিনের জন্য বন্ধ থাকবে লেক ক্লাব। আজ বন্ধ ক্যালকাটা রোয়িং ক্লাব। রোয়িংয়ের জন্য নিরাপত্তার দাবি অভিভাবকদের। ফলো বোট রাখার জন্য কেএমডিএ-র কাছে আবেদন জানাতে চলেছে ৩ ক্লাব।


প্রচণ্ড ঝড়ের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতার  (Kolkata) রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar)। কালবৈশাখীর সময় রোয়িং ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনাটি (accident) ঘটে। ঝড়ের সময় রোয়িং করতে গিয়ে রবীন্দ্র সরোবরে তলিয়ে যায় ২ কিশোর। ঘটনার পর প্রায় সাড়ে ৩ ঘণ্টা তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শেষমেশ ২ জনের দেহ উদ্ধার করে হাসপাতালে (hospital) নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রোয়িং বোটে থাকা ৫ জনের মধ্যে ২ জনের মৃত্যু (death) হয়েছে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন সাউথ পয়েন্টের পড়ুয়া। অপর মৃত পড়ুয়া এক পুলিশকর্তার ছেলে বলে জানা গিয়েছে।


ঠিক কীভাবে দুর্ঘটনা ?


আর পাঁচটি দিনের মতো গতকালও চলছিল রোয়িং ক্লাবে রোয়িং প্রশিক্ষণ। কিন্তু বিকেল সাড়ে চারটে নাগাদ ঝড়ের মাঝে পড়ে দুর্ঘটনাটি ঘটে। হালকা বৃষ্টি ও হাওয়ার মধ্যে প্রশিক্ষণে নামে পাঁচটি রোয়িং বোট। কিন্তু রবীন্দ্র সরোবরের মাঝ বরাবর তারা পৌঁছতেই পড়ে যায় প্রবল ঝড়ের কবলে। যে ঝড়ের মাঝেই একটি রোয়িং বোট উল্টে যায়। যে বোটে ছিলেন পাঁচজন। যে অঞ্চলে রোয়িং বোটটি উল্টে যায়, সেখানে জলের গভীরতা প্রায় ২০ ফুট। রোয়িং বোট উল্টে যাওয়ার পর সেটিতে থাকা তিনজন ও বাকিরা সাঁতরে পাড়ে পৌঁছতে পারলেও বাকি দু'জন পারেননি। পাড়ে ফিরেই দু'জন গোটা ঘটনার কথা জানানোর পরই সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। কিছুক্ষণ পরেই একজনের খোঁজ মিললেও প্রায় সাড়ে তিন ঘণ্টা পর অপর একজনের খোঁজ মেলে। কিন্তু দুর্ভাগ্যবশত দু'জনকেই হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।