কলকাতা: এবার গোয়েন্দা চরিত্রে অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay)। ক্লিক (KLiKK) ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন সিরিজ, 'ডিটেকটিভ চারুলতা'। আর সেই সিরিজেরই নামভূমিকায় দেখা যাবে সুরঙ্গনাকে। চারুলতার খুড়তুতো ভাই, তাঁর সহকারী তপুর ভূমিকায় থাকছেন, দেবমাল্য গুপ্ত। অরিন্দম লস্করের চরিত্রে দেখা যাবে অনুজয় বন্দ্যোপাধ্যায়কে। ম্যাডির চরিত্রে দেখা যাবে পামেলা কাঞ্জিলালকে। সিদ্ধেশরী বসুর চরিত্রে দেখা যাবে মল্লিকা মজুমদারকে। মিসেস পরমা সেনের ভূমিকায় থাকছেন চৈতি ঘোষাল। হেমাঙ্গ হাজরার ভূমিকায় দেখা যাবে মানস মুখোপাধ্যায়কে। আদিত্য সেনের চরিত্রে দেখা যাবে, সন্মিত্র ভৌমিককে। রাধার চরিত্রে দেখা যাবে, পূজা সরকারকে। ললিত মোহনের চরিত্রে দেখা যাবে, সবুজ বর্ধনকে। সিরিজটি পরিচালনা করছেন, জয়দীপ বন্দ্যোপাধ্যায়। 

 

প্রাইভেট ডিটেকটিভ চারুলতা মিত্র আর তার ভাই তপু সাধারণ সব কেস নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লক হোমসের মতোই তারও নামডাক, যশ প্রতিপত্তি হবে। সেই সুযোগটা আসে ম্যাডির হাত ধরে। সে চারুর নতুন অ্যাসিস্ট্যান্ট। রহস্য ঘনিয়ে ওঠে যখন খ্যাতনামা তন্ত্রবিদ শ্রীমতী পরমা সেন নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেন এবং অবিশ্বাস্যভাবে সেটি সত্যিও হয়ে যায়। অন্ধবিশ্বাসে ভরা রহস্যের জাল কাটিয়ে বাস্তববাদী চারু যখন এই কেসের গভীরে পৌঁছোতে যায়। সামনে আসে একের পর এক রহস্যময় মৃত্যু। কলকাতার বুকে একটা সিরিয়াল কিলিং-এর ঘটনা যা রয়ে গিয়েছে লোকচক্ষুর অন্তরালে। ধীরে ধীরে চারু বুঝতে পারে, এই খুনের ঘটনাগুলোর উৎস লুকিয়ে রয়েছে তিন দশক আগের এক অভিশপ্ত দিনে। চারু কি পারবে এই ধারাবাহিক মৃত্যুর রহস্য উন্মোচন করে খুনিকে থামাতে, নাকি এইবার তার ভাগ্যেই লেখা আছে পরাজয়? সেই রহস্যের উত্তর মিলবে সিরিজের শেষে।

এই সিরিজে কাজ করা নিয়ে সুরঙ্গনা বলছেন, 'এটা এক দুর্দান্ত অভিজ্ঞতা। প্রধানত, অসাধারণ কলাকুশলী ও আমার সহকর্মীদের জন্য। সেটে সবার মধ্যে যে আন্তরিকতা ছিল, তাতে আমাদের কাজের পরিবেশ আরA সহজ হয়েছে। ধীরে ধীরে আমরা চরিত্রটিকে কোথায় নিয়ে যাওয়া যেতে পারে তা বুঝেছি। জয়দীপদা সবরকম ভাবে সাহায্য করেছেন, আমার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন, চরিত্রটির একাধিক স্তর অনুভব করতে সাহায্য করেছেন। সবচেয়ে ভালো দিক হল, উনি আমাদের প্রচুর স্বাধীনতা দিয়েছেন। 'ডিটেকটিভ চারুলতা' ক্লিক-এর সাথে আমার প্রথম কাজ ছিল। ওরা সবাই একটা পরিবারের মতো একত্র হয়ে কাজ করে। আবার কাজ করার জন্য মুখিয়ে আছি। আমার অসাধারণ সহ-অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়, দেবমাল্য গুপ্ত, পামেলা কাঞ্জিলাল, মল্লিকা সেনগুপ্ত , মানস মুখার্জি এরা থাকায় সেটের পরিবেশটি ছিলো একেবারেই ঘরোয়া অথচ পেশাদারিত্বে ভরপুর। ফলে প্রত্যেকেই নিজের সেরাটা দিতে পেরেছেন। যখন আমরা "গোয়েন্দা" শব্দটি ভাবি, তখন আমাদের মনে একটি নির্দিষ্ট ধরণের ছবি ভেসে ওঠে। একজন মধ্যবয়স্ক বুদ্ধিমান পুরুষ, যিনি সমস্ত রহস্য সমাধান করতে প্রস্তুত। সেই ধারণা থেকে বেরিয়ে এসে একজন তরুণী একই কাজ করছে - এই ভাবনাটাই আমার খুব আকর্ষণীয় লেগেছিল।'

আরও পড়ুন: Ranita Das: সৌপ্তিকের পরিচালনায় রণিতা এবার 'দেবী', এবিপি লাইভ বাংলায় প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক