নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় প্রভাস (Prabhas) ও কৃতী শ্যানন (Kriti Sanon) অভিনীত 'আদিপুরুষ' (Adipurush)। এখনও ছবির ট্রেলার (Trailer Launch) প্রকাশ্যে না এলেও দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার ছবির নির্মাতারা ট্রেলার প্রিমিয়ারের (Premier) তারিখ ঘোষণা করলেন। কবে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার?


কবে দেখা যাবে 'আদিপুরুষ' ছবির ট্রেলার? 


২০২৩ সালে অন্যতম বহু প্রতীক্ষিত ছবি ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ'। ছবিতে অভিনয় করতে দেখা যাবে প্রভাস, কৃতী শ্যানন, সেফ আলি খান (Saif Ali Khan) প্রমুখকে। শনিবার সিনেমার নির্মাতাদের তরফে জানানো হয়েছে ছবির ট্রেলার মুক্তি পাবে বিশ্বজুড়ে। এই ঐতিহাসিক ট্রেলার মুক্তি পাবে ৯ মে। 


প্রসঙ্গত, ভূষণ কুমার প্রযোজিত এই ছবি ইতিমধ্যেই নিউ ইয়র্কের ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ডেবিউর জন্য চিহ্নিত হয়ে নতুন রেকর্ড গড়েছে। এবার ট্রেলার মুক্তির আগে 'আদিপুরুষ' নির্মাতাদের তরফে নতুন পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে। নতুন পোস্টারে দেখা গেল প্যান-ইন্ডিয়া তারকা প্রভাসকে। 


'আদিপুরুষ' ছবির গোটা টিম এখন তৈরি হচ্ছে ছবির বিশাল ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্য। ছবির ট্রেলার লঞ্চ দেখা যাবে গোটা বিশ্বজুড়ে। কারণ ভারতের সঙ্গে এই ট্রেলার মুক্তি পাবে বিশ্বে ৭০টি দেশে। ফলে একে 'গ্লোবাল ইভেন্ট' বলা যেতেই পারে। 


 






নির্মাতাদের দাবি, এই মহাকাব্যিক গল্প দর্শককে মোহিত করবে এবং রহস্য, ড্রামা, অ্যাকশনে ভরপুর এক দুনিয়ায় নিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এশিয়া, এছাড়া দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, মালয়শিয়া, হংকং, ফিলিপিন্স, মায়ানমার, শ্রীলঙ্কা, জাপান, আফ্রিকা, ব্রিটেন, ইউরোপ, রাশিয়া ও মিশরে একসঙ্গে হবে ট্রেলার লঞ্চ। 


ছবিতে ভগবান রামের চরিত্রে দেখা যাবে প্রভাসকে, সীতার চরিত্রে কৃতী শ্যানন ও লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সেফ আলি খানকে। ভারতীয় মহাকাব্য 'রামায়ণ'-এর আধুনিক সংস্করণ এই ছবির পরিচালক ওম রাউত। 


আরও পড়ুন: King Charles Coronation: সোনম কপূর থেকে মুম্বইয়ের 'ডাব্বাওয়ালা', রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে আমন্ত্রিক কোন কোন ভারতীয়?


'টি-সিরিজ', ভূষণ কুমার, কৃষণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার, রাজেশ নায়ার প্রযোজিত এই ছবি ১৬ জুন দেশজুড়ে থ্রি-ডিতে মুক্তি পাবে।