সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে ফের রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদারের সংঘাত প্রকাশ্যে। জুলাইয়ে বাগ‍‍বিতণ্ডার পর এবার স্মার্ট ক্লাসরুম উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। সবাইকে নিয়ে চলার বার্তা দিলে ভাল করতেন বিধায়ক, প্রতিক্রিয়া তৃণমূল সাংসদের। 

স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি। তা নিয়ে শুরু থেকেই সাংসদ আর বিধায়কের মধ্যে সংঘাত। উদ্বোধনেও জিইয়ে রইল দ্বন্দ্ব। হুগলির চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুমের সূচনা হল হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। অথচ সেই অনুষ্ঠানে গরহাজির থাকলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সাংসদ তহবিলের টাকায় চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে তৈরি হয়েছে স্মার্ট ক্লাসরুম। চলতি মাসের শুরুতে এই স্মার্ট ক্লাসরুম তৈরি করা নিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে আপত্তি জানানোর পাশাপাশি, প্রধান শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। 

চুঁচুড়ার বাণীমন্দির স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, 'উনি বললেন, এক্ষুনি কাজটা বন্ধ করা হোক। এক্ষুনি কাজটা বন্ধ করা হোক, কে কাজ করতে বলেছে? কার অনুমতি নিয়ে কাজ হচ্ছে। ওঁর বক্তব্য, কে টেন্ডার ডেকেছে, উনি কেন জানেন না।' সাংসদও পাল্টা হুঁশিয়ারি দেন। হুগলির তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, 'আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করব চুঁচুড়ার বুকে এসে।কার কত দম আছে এসে আমায় আটকে দেখিয়ে দিক।'

শনিবার বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধায়কের দাবি, স্কুলের পরিচালন সমিতির সদস্য হওয়া সত্ত্বেও এই অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার বলছেন, 'লোকাল MLA হিসেবে নিশ্চয়ই আমি ডাক পাব..এটা স্বাভাবিক...বাণীমন্দিরে তো আমি ম্যানেজিং কমিটিরমেম্বার...এটা তো প্রোটোকলেও পড়ে বলে আমার মনে হয়, প্রোটোকলেও ওরা মানেনি হয়তো> আমার দুর্ভাগ্য ও আমার দলের MP...আমাকেও মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন...ওকেও মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন'

পাল্টা সবাইকে মিলেমিশে চলার জন্য বিধায়ককে বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ। হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন, 'সবাইকে মিলেমিশে নিয়ে এখন উনি থাকতে চাইছেন...এটা অনেক আগে হওয়া উচিত ছিল...আজকে উনি সবাইকে ডাকছেন সবার সঙ্গে মিশছেন ভাল কথা...যদি সেটাই মেনটেন করেন আমি খুব খুশি হব।' এর আগে সাংসদ-বিধায়কের দ্বন্দ্ব মিটেছে বলে দাবি করা হয়েছিল তৃণমূল নেতৃত্বের তরফে। কিন্তু বরফ যে গলেনি, তা আরও একবার স্পষ্ট হল স্মার্ট ক্লাসরুম উদ্বোধনী অনুষ্ঠানে।  বিধায়ক-সাংসদের এই লড়াই বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের বিড়ম্বনা বাড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।