সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ( North Dinajpur Raigunj ) যাত্রী নিয়ে জাতীয় সড়কের ধারে কারখানায় ঢুকে পড়ল বাস। এক মহিলা বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আহত ২০ জনেরও বেশি।
নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা?
সকাল ৬টা নাগাদ রায়গঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের ( 34 National Highway ) ঘুঘুডাঙা মোড়ে দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে, কলকাতা থেকে শিলিগুড়ি ( Siliguri ) যাচ্ছিল বাসটি। প্রাথমিক তদন্তে অনুমান নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আহত ২ জন হাসপাতালে ভর্তি। তার মধ্যে একজন শিশু।
এই প্রথমবার নয়
এর আগেও রায়গঞ্জের রূপাহারে বাস দুর্ঘটনা( Bus Accident ) ঘটে । গত সেপ্টেম্বরে এখানেই দুর্ঘটনায় মৃত্যু হয় ৬ পরিযায়ী শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিন শ্রমিক। পরিযায়ী শ্রমিকদের নিয়ে ঝাড়খণ্ডের পাকুড় থেকে উত্তরপ্রদেশের লখনউয়ে যাচ্ছিল বাসটি। রাত সাড়ে ১০টা নাগাদ রায়গঞ্জের রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাস। বাসচালক মত্ত অবস্থায় ছিলেন বলে বাসযাত্রীদের একাংশের অভিযোগ ছিল। তবে শিলিগুড়িগামী যে বাসটি বুধবার ভোরে দুর্ঘটনার কবলে পড়ল, সেক্ষেত্রে পুলিশের প্রাথমিক ধারণা, নিয়ন্ত্রণ হারিয়েছিল বাসটি।
আরও পড়ুন :
Lalgola Accident : ট্রেন ধরার তাড়া, কাটা পড়ল যাত্রীর পা, রক্তশূন্য হয়ে মৃত্যু
মুর্শিদাবাদেও সকালে দুর্ঘটনায় মৃত্যু
লালগোলা স্টেশনে ৮.৩০-র ট্রেন ধরতে গিয়ে ট্রেনের লাইনে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। জানা গিয়েছে, তিনি লালগোলা থেকে এক নম্বর রেললাইন দিয়ে হেঁটে দুই নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলেন। সেই সময় দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছেড়ে দেয়। তিনি চলন্ত ট্রেন ধরতে গিয়ে হাত ফসকে পড়ে যান এবং একটি পা লাইনের মাঝে পড়ে যায় । সঙ্গে সঙ্গে পাটি কেটে যায়। সেখান থেকে তাঁকে হাসপাতালে আনতে আনতে রক্তশূন্য হয়ে মারা যান নাগরতলার বাসিন্দা মেঘনাথ সিংহ।