কলকাতা : শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ফিরিয়ে দিচ্ছে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া একাধিক রেল দুর্ঘটনার স্মৃতি। আর সবথেকে বেশি করে মনে করাচ্ছে বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যুর সেই শিউরে ওঠা ঘটনা। 


২০২৩ সালের ২ জুন । বালাসোরে বাহানাগা বাজার রেলস্টেশনের কাছে ভয়াবহ রেল দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় ৩০০ র কাছাকাছি মানুষের । সেই ঘটনার  সঙ্গে এখনও দগদগে ১৯৯৯ সালে ঘটে যাওয়া গাইলাস রেল দুর্ঘটনার ক্ষত। ১৯৯৯ সালের ২ অগাস্ট গভীর রাতে ঘটেছিল গাইসাল রেল দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয় অবধ অসম এক্সপ্রেস আর ব্রহ্মপুত্র মেলের। সরকারি হিসেব, মৃত্যু হয় অন্তত ৩০০ যাত্রীর। ২৫ বছর আগের ভয়ঙ্কর সেই রাতের স্মৃতি এখনও ততটাই যন্ত্রণা দায়ক স্বজনহারা পরিবারগুলির কাছে। 


গাইসালের ভয়াবহ স্মৃতি 


১৯৯৯ সালে উত্তর-দিনাজপুর বিহার সীমানার ছোট্ট গ্রাম গাইসালের নির্ঘুম রাত কেটেছিল সেদিন। সেদিনও একটার উপর একটা ট্রেন উঠে গিয়ে মৃত্যু হয় শয়ে শয়ে জনের। আর ২০২৩ সালে এই জুন মাসেই ওড়িশার বাহানাগা গ্রামের বাসিন্দাদের ঘুম উড়ে যায় ৩ টি ট্রেনের সংঘাতে। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সেই বিভীষিকা কাটতে না কাটতেই ফের একবার দুর্ঘটনার সাক্ষী রইল বাংলার মানুষ। একের পর এক মৃত্যুর খবর আসছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থেকে।  


 



গাইসাল দুর্ঘটনা


২০২৩ এর রেল দুর্ঘটনার স্মৃতি 


গত এক বছরে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটে। ২০২৩ সালেপ ২৬ অগাস্ট  মাদুরাইয়ে ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জনের মৃত্যু হয়। ১১ অক্টোবর  বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে পড়ে দিল্লি-কামাখ্যা এক্সপ্রেস। মৃত্যু হয় ৫ জনের।  আহত হন ৩০ জন। ২৯ অক্টোবর আবার বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু হয়। আহত হন ৫০ জন।   


২০২৪ এ ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা 


আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৩০ কিলোমিটার দূরে ফাঁসিদেওয়ার নির্মলজোত এলাকায় নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, সিগন্যাল ভেঙে মালগাড়ির চালক দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারেন। এক্সপ্রেস ট্রেনের ৩টি কামরা লাইনচ্যুত হয়। পিছনের ২টি কামরা দুমড়ে-মুচড়ে গিয়ে প্রায় ২০ ফুট দূরে অন্য লাইনে গিয়ে পড়ে। আরেকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে যায়। সিগন্যাল বিভ্রাট নাকি অন্য কোনও কারণে এই ভয়াবহ দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।  


আরও পড়ুন : 


ড্রাইভারের মৃত্যু-শঙ্কা, মৃতের শঙ্কা হতে পারে ২৫ থেকে ৩০, কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় কী বার্তা রেলমন্ত্রীর?