কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বর্ধমানের খানা জংশনে রেল অবরোধ। লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে চলছে অবরোধ। এই অবরোধের কারণে আটকে পড়েছে নয়া দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস।


কী অভিযোগে বিক্ষোভ:
যাত্রীদের অভিযোগ, রামপুরহাট থেকে যে ট্রেনগুলো বর্ধমানে আসে। সেগুলো খানা স্টেশনে দীর্ঘদিন ধরে দাঁড় করিয়ে রাখা হয়। ওই লোকাল ট্রেনগুলিতে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। ওই ট্রেনগুলিতে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। লোকালগুলিকে দাঁড় করিয়ে রাখা হয় বলে স্থানীয় বাসিন্দাদের কাজে যেতে দেরি হয়ে যায় বলে অভিযোগ। তাঁদের দাবি, লোকালগুলিকে দাঁড় করিয়ে রেখে দূরপাল্লার ট্রেনগুলিকে পার করিয়ে দেওয়া হয়। এদিনও সেরকম ঘটনা ঘটে। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।  


এদিন বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় একটি লোকালকে। তখনই খবর আসে যে নয়া দিল্লি-হাওড়া ডাউন রাজধানী এক্সপ্রেস আসছে ওই স্টেশনে। তখনই রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। রেললাইনে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন অনেকে। পরিস্থিতি সামলাতে চলে আসেন রেলকর্মীরা। তাঁরা কথা বলা শুরু করেন। অবশেষে ঘণ্টাখানেক পরে ওঠে অবরোধ। 


বারবার রেল-সমস্যা:
বেশ কিছুক্ষণ ধরে আন্দোলন চলার ফলে ধাক্কা লেগেছে রেল চলাচলে। সম্প্রতি সম্পূর্ণ অন্য একটি কারণে ধাক্কা লেগেছিল রেল যোগাযোগে। কদিন আগেই শিয়ালদা মেইন লাইনে একের পর এক ট্রেন বাতিল হয়। নৈহাটি-রানাঘাটের লাইনে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন থাকে। যার ফলে ১২ ঘণ্টায় শিয়ালদা মেইন লাইনে ৪২টি লোকাল ট্রেন বাতিল করা হয়।  এর কদিন আগেই হলদিয়া-পাঁশকুড়া রুটে রঘুনাথবাড়ি স্টেশনের কাছে ট্রেনের বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি ঘটেছিল। আচমকাই বিকট শব্দ করে, ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে হলদিয়া-হাওড়া লোকাল। যাত্রীরা আতঙ্কে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামার চেষ্টা করলে কয়েকজন আহত হন। স্থানীয় সূত্রে খবর, রেলের বিদ্যুতের তার ছিঁড়েই বিপত্তি ঘটে। সেদিনই আসানসোল লাইনেও ট্রেনের সমস্যা দেখা দেয়। আসানসোল-রাঁচি মেমুর প্যান্টোগ্রাফ ভেঙে গিয়ে বিপত্তি হয়। জয়চণ্ডী পাহাড় স্টেশনের অদূরে দাঁড়িয়ে যায় ট্রেন। এর জেরে আদ্রা আসানসোল রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়াও আদ্রা ডিভিশনেই দামোদর-বার্নপুর স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আরও বেশ কিছুদিন আগে কুড়মি আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরে রেল যোগাযোগে সমস্যা হয়েছিল। 


আরও পড়ুন: ফের উত্তপ্ত ভাটপাড়া ! পার্টি অফিসের মধ্যেই তৃণমূল কর্মীর দিকে গুলি