সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ( North 24 Pargana ) ভাটপাড়া ( Bhatpara) ! ফের চলল গুলি ( Shootout)। ফের রাজনৈতিক কর্মীর উপর হামলা। কপাল জোরে বেঁচে যান তৃণমূল কর্মী ( TMC Leader )। ঠিক কোমর ঘেঁসে বেরিয়ে যায় গুলি। তারপর থেকেই এলাকায় উত্তেজনা ।
তৃণমূল পার্টি অফিসে গুলি
ভাটপাড়ায় তৃণমূলের পার্টি অফিসের মধ্যে শাসকদলের এক কর্মীকে লক্ষ্য করে চলে গুলি। অভিযোগ, ৪ জন দুষ্কৃতী স্কুটারে চেপে এসে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে এলোপাথাড়ি গুলি চালায়। ৩ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই তৃণমূল কর্মী। তাঁর কোমর ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
অতীতে ভাটপাড়ায় রাজনৈতিক খুন
ভাটপাড়ায় গুলি চলার ঘটনা নতুন কিছু নয়। অতীতে একাধিক গুলি চলার ঘটনা ও রাজনৈতিক খুনের সাক্ষী থেকেছে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া । ২০২০ সালে, টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খুন হন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির দাপুটে এবং বাহুবলী নেতা মণীশ শুক্লা। বিধানসভা ভোটের আগে, তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন সিংহর ডান হাত বলে পরিচিত মণীশ শুক্লাকে যেভাবে ভরসন্ধেয়, টিটাগড় থানার কাছে ঝাঁঝরা করে দেওয়া হয়, তা নিয়ে তোলপাড় হয়ে যায় ব্যারাকপুর শিল্পাঞ্চল।
সাম্প্রতিক শুটআউটের ঘটনা
গত অগাস্টেই একটি শুটআউটের ঘটনা ঘটে ভাটপাড়ায়। বন্ধুর গুলিতে জখম হয় যুবক। পেটে গুলি লাগে মহম্মদ খুরশিদ নামে এক যুবকের । আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয় তাকে । অগাস্টেরই ৩ তারিখ, ভরসন্ধেয় জগদ্দলে শ্যুটআউটের ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় ২ রাউন্ড গুলি চলে। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে গুলি চলার ছবি। গুলিতে জখম হন এক মহিলা-সহ ২। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।