সুজিত মণ্ডল, নদিয়া: লোকাল ট্রেনের (Local train) সংখ্যা বাড়ানো-সহ একাধিক দাবিতে শিয়ালদা-রানাঘাট (Sealdah-Ranaghat) শাখার মদনপুর স্টেশনে রেল অবরোধ। সকাল ৭টা ৪০ থেকে শিয়ালদাগামী রানাঘাট ডাউন মেমু লোকাল আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নিত্য যাত্রীরা। (train disruption)
কী দাবি বিক্ষোভকারীদের?
তাঁদের দাবি, ৭টা ৪১-এর ডাউন মেমু লোকালের পরিবর্তে ১২ বগির ট্রেন চালাতে হবে। ৭টা ৪১-র ট্রেন বাতিল করে তার পরিবর্তে অন্য লোকাল ট্রেন দিতে হবে, মূলত এই দুটি দাবিতেই রেল অবরোধ করেন নিত্য যাত্রীরা। অবরোধের জেরে রানাঘাট-সহ একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় অফিস টাইমে নাকাল হচ্ছেন অন্য যাত্রীরা। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কাজের দিনে দুর্ভোগ যাত্রীদের: এই অবরোধের জেরে শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-গেদে, শিয়ালদা-কৃষ্ণনগর রুটে ট্রেন চলাচল ব্যাহত। কল্যাণী স্টেশনে আটকে ঢাকাগামী ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস, দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদগামী হাজারদুয়ারি এক্সপ্রেসও। একাধিক স্টেশনে পরপর দাঁড়িয়ে ট্রেন। ব্য়াহত লালগোলা প্যাসেঞ্জারের যাত্রী পরিষেবাও। অবরোধ না ওঠা পর্যন্ত ওই রুটে ট্রেন চালানো সম্ভব নয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদায় এনকোয়ারি অফিসের সামনে উদ্বিগ্ন যাত্রীদের ভিড়।
ট্রেন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত: এদিকে তৃতীয় লাইন বসানোর জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের রামপুরহাট-চাতরা রুটে তৃতীয় লাইন বসানোর কাজ হচ্ছে। যার জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। গত ১৮ অগাস্ট থেকে এই কাজ শুরু হয়েছে। কাজ চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। রামপুরহাট থেকে চাতরা পর্যন্ত ২৩ কিলোমিটার রেল পথ নির্মাণের কাজ চলবে। খরচ হবে প্রায় তিনশো কোটি টাকা। মূলত প্রি-ইন্টারলকিং কাজ হবে। এর ফলে প্রতিদিন দশ জোড়া দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেন অন্য রুট দিয়ে চালানো হবে। একই সঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। এদিন হাওড়া স্টেশন লাগোয়া ডিআরএম অফিসে সঞ্জীব কুমার সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, দূরপাল্লার ট্রেনের পাশাপাশি ওই সময়ে অনেক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তার পরিবর্তে প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। নিত্যযাত্রীদের সুবিধার জন্য আজিমগঞ্জ এবং রামপুরহাট স্টেশনের মধ্যে বিভিন্ন সময়ে চলবে এই প্যাসেঞ্জার ট্রেন।
আরও পড়ুন: Medinipur Weather: সকাল থেকেই মুখভার আকাশের, কেমন থাকবে দুই মেদিনীপুরের আবহাওয়া?