সুনীত হালদার, হাওড়া : দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর মেন শাখায় নলপুর স্টেশনে সকাল সকাল রেল অবরোধে ভোগান্তি। ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে আজ সকাল সাড়ে ৬টা থেকে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। 


যাত্রীের দাবি, দক্ষিণ-পূর্ব রেলের এই শাখায়, ট্রেনের সংখ্যা প্রয়োজনের তুলনায় যথেষ্টই কম।  এই অবরোধের জেরে আপ ও ডাউন লাইনে আটকে পড়ে ১৭টি লোকাল, ৫টি মেল এক্সপ্রেস ও একটি মালগাড়ি। আপ লাইনে আটকে পড়ে ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ও সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। ডাউন লাইনে আটকে পড়ে জগন্নাথ এক্সপ্রেস।

রেল পুলিশের আশ্বাসে সকাল ৯টা ৫ মিনিটে অবরোধ ওঠে। আড়াই ঘণ্টা ধরে অবরোধ চলায় ভোগান্তির শিকার হন অন্য যাত্রীরা।