সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) বাকসাড়ায় রেলের ওভারব্রিজ (overbridge) বা আন্ডারপাসের (underpass) দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা (local residents)। তাঁদের অভিযোগ, ট্রেন চলাচলের সময় লেভেল ক্রসিংয়ে (level crossing) রেলের গেট পড়ে থাকায় দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দাবিকে সমর্থন করে কেন্দ্রকে আক্রমণ করেছেন দক্ষিণ হাওড়ার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)।


রেলের ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবিতে সরব স্থানীয়রা


ব্যস্ত রাস্তার ওপর লেভেল ক্রসিং। সামান্য কিছুক্ষণ গেট বন্ধ থাকলেই প্রবল যানজট তৈরি হয়। এতেই তিতিবিরক্ত দক্ষিণ হাওড়ার (South Howrah) বাকসাড়ার (Baksara) বাসিন্দারা। এই লেভেল ক্রসিং দিয়ে হাওড়া পুরসভার ৪০, ৪১, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিত্যদিন যাতায়াত করেন। ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, একবার গেট পড়লে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সবচেয়ে সমস্যায় পড়েন রোগীরা। এই অবস্থায় অবিলম্বে (immediately) রেলের ওভারব্রিজ বা আন্ডারপাস তৈরির দাবি করেছেন এলাকাবাসী।


স্থানীয় বাসিন্দাদের এই দাবি নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন (political controversy)। এই পরিস্থিতির জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীর কথায়, 'বারবার রেল কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে সমস্যার কথা জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কেন্দ্রীয় সরকার প্রতিশোধের রাজনীতি করছে।'


আরও পড়ুন: Medical College: রোগীর পরিবারের থেকে বাড়তি টাকা চাওয়ার অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে, ধুন্ধুমার মেডিক্যালে


বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাইয়ের পাল্টা দাবি, 'এটা এখানের দীর্ঘদিনের সমস্যা। সমস্যা মেটাতে আমরাও চিঠি দিয়েছি। কিন্তু তৃণমূল সবেতেই রাজনীতি খোঁজে।'


এই বিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।


আরও পড়ুন: SSC Group C Case : "লিখিত পরীক্ষায় পাস না করা ২২২ জনকে SSC-র অফিস থেকেই সুপারিশপত্র", উল্লেখ রঞ্জিত বাগ কমিটির রিপোর্টে