অরিন্দম সেন, আলিপুরদুয়ার: মহিলাদের দায়িত্বেই স্টেশন, নিরাপত্তা এবং ট্রেন চলাচল যাবতীয় দায়িত্ব। আন্তর্জাতিক নারী দিবসে (International Women's Day 2024) উদ্যোগ রেলের। নারীদের প্রতি আস্থা, ভরসা রাখায় এবং প্রাপ্য সম্মান দেওয়ায় খুশি রেলের মহিলা কর্মীরা। আগামী দিনে আরও মহিলাদেরও এগিয়ে আসার আহ্বান জানালেন তাঁরা।


আন্তর্জাতিক নারী দিবসে উদ্যোগ রেলের: উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত আলিপুরদুয়ার জংশন স্টেশনে এমন অভিনব উদ্যোগের মধ্যে দিয়েই পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। স্টেশন থেকে আপ এনজেপি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনটি মহিলা রেলকর্মী দ্বারাই পরিচালিত হয়। এদিন রেল চালানোর দায়িত্বে থাকা সমস্ত মহিলা রেলকর্মীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম।


জানা যায়, আজ আলিপুরদুয়ার জংশন স্টেশন চত্ত্বর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আরপিএফ-এর মহিলা হেড কনস্টেবল প্রমিলা প্রধানের নেতৃত্বে মহিলা কনস্টেবলের দল। স্টেশন সুপারেনটেনডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন রিঙ্কু গুহ। স্টেশন মাস্টার পদে দায়িত্ব সামলাচ্ছেন লোপামুদ্রা দে। স্টেশনে চিপ-টিকিট ইনস্পেকটর (সিটিআই) পদে কর্মরত রয়েছেন পম্পি দত্ত। স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে আজ কর্মরত পম্পা রায় সাউথ। স্টেশনের দুই কেবিন, নর্থ এবং সাউথ কেবিনে রয়েছেন জয়িতা চাকি ও পুষ্পলতা দাস। পাশাপাশি এদিন আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেনটিও পরিচালিত হয় মহিলা রেলকর্মী দ্বারাই। এই ট্রেনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিন আরপিএফ মহিলা কনস্টেবল। ট্রেনের ট্রেন ম্যানেজার বা গার্ড হিসেবে কর্তব্যে রয়েছেন লিপি কর। অসংখ্য যাত্রীদের গন্তব্যস্থলে সুরক্ষিত ভাবে পৌঁছে দিতে ট্রেনের লোকো পাইলটের দায়িত্ব পালন করছেন ঐন্দ্রিলা রক্ষিত।


আলিপুরদুয়ার জংশন স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন সুপারেনটেনডেন্ট রিঙ্কু গুহ বলেন, "আজ সম্মানে আপ্লুত হয়েছি। আরও কাজ করার উৎসাহ বেড়ে গেল। বর্তমানে নারীরাও সক্ষম।'' স্নেহ, মমতা দিয়ে সংসার সামলানোর পরেও নারীরা যেভাবে কর্মক্ষেত্র সামলাচ্ছে তাতে নারীরা এই সম্মান পাওয়ার যোগ্য বলেই মনে করেন তিনি। সমাজের সব নারীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মহিলা লোকো পাইলট ঐন্দ্রিলা রক্ষিতের কথায়, “কর্মক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তাই প্রধান লক্ষ রেখে দায়িত্ব পালন করতে হয়। আজ নারীরা পিছিয়ে নেই।’’


রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, “আজ রেলের বিভিন্ন ক্ষেত্রে এই দিনটি পালন করা হয়। পাশাপাশি স্টেশনসহ বামনহাট প্যাসেঞ্জার ট্রেনটি রেলের মহিলা কর্মী দ্বারাই চালিত হয় আজ।’’ তাঁর মতে, “মহিলা কর্মীরা অনেক বেশি দায়িত্ববান এবং দক্ষ। ফলে তাদের সেভাবেই ব্যবহার করা উচিত। নারীদেরও সমভাবে শিক্ষাদান করা উচিত যাতে তাঁরাও আর্থিকভাবে স্বচ্ছল হতে পারে।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Calcutta High Court: আদালতে ধাক্কা রাজ্যের, শুভেন্দুর সভায় অনুমতি হাইকোর্টের