কলকাতা: পুজো প্রায় চলেই এল বললেই হয়। তবে কলকাতায় পুজো কার্যত শুরু হয়ে গিয়েছে বললেই হয়। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকেরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছিল। তবে তার মধ্যেই ঠাকুর দেখতে রাস্তায় নেমে পড়েছিলেন সাধারণ মানুষ। এমন ছবিও ধরা পড়েছে যে ছাতা ও রেনকোট পরে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। তবে সবাই কার্যত আতঙ্কে রয়েছেন যে, পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টিতে ভাসবে শহর নাকি কিছুটা উন্নতি হবে আবহাওয়ার? আজ কী জানাল আবহাওয়া দফতর? নজর রাখা যাক।

Continues below advertisement

আবহাওয়া দফরত জানাচ্ছে, পুজোয় এই বছর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এর আগে শোনা গিয়েছিল, পঞ্চমী থেকে বাড়বে বৃষ্টি, গোটা পুজোতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফরত সূত্রে জানানো হচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে যাবে। তার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। নিম্নচাপের জেরে উপকূল এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূল এলাকায় আগাম সতর্কতা জারি করা হয়েছে। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে ১ অক্টোবর ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

Continues below advertisement

আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, পঞ্চমীতে বৃষ্টি হলেও, ষষ্ঠী থেকে বৃষ্টি চললেও তার পরিমান কিছুটা কমবে। যখন বৃষ্টি হবে তখন মাঝারি থেকে সামান্য ভারী। বৃষ্টি কমলেই ফের মিলতে পারে রোদের দেখা। ষষ্টী, সপ্তমী, অষ্টমী.. আকাশে মেঘ থাকলেও, দুর্যোগের সম্ভাবনা নেই। খুব ভারি বৃষ্টিপাত হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গায়। তবে বৃষ্টি থামলেই দেখা মিলবে রোদের। তবে নবমীর আগে ফের একটা নিম্নচাপ। ফলে নবমী দশমী ভারী বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। উপকূলের এলাকায় ঝোড়ো হওয়ায় পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে পঞ্চমী এবং দশমীতে পার্বত্য এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মাঝের দিনগুলিতে উত্তরবঙ্গে খুব উল্লেখযোগ্য বৃষ্টি নেই।