লখনউ: প্রথম ইনিংসে ২২৬ রানে পিছিয়ে ছিল দল। জয়ের জন্য সামনে ছিল বিরাট ৪১২ রানের লক্ষ্য। তবে কেএল রাহুল (KL Rahul) ও সাই সুদর্শনের (Sai Sudarshan) দৌলতে কার্যত হেলায় ম্যাচ জিতল ভারতীয় 'এ' দল (IND A vs AUS A)। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ড সিরিজ়ের ফর্ম অব্যাহত রাখলেন ভারতের তারকা ক্রিকেটার। ১৭৬ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়া 'এ'-র ভারতীয় 'এ' দলকে ম্য়াচ জিতিয়েই মাঠ ছাড়লেন রাহুল। এই নিয়ে মাত্র ষষ্ঠবার ভারতে প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে চারশোর অধিক রান সফলভাবে তাড়া করে জয় পেল কোনও দল।       

Continues below advertisement

স্মরণীয় জয়ের জন্য ম্যাচের শেষ দিন ভারতীয় 'এ' দলের ২৪৩ রানের প্রয়োজন ছিল। ক্রিজে সাই সুদর্শন ৪৪ ও মানব সুতার এক রানে উপস্থিত ছিলেন। তাঁদের পার্টনারশিপ খুব বেশিদূর এগোতে পারেনি। পাঁচ রানে সুথার আউট হলে মাঠে ফেরেন কেএল রাহুল। গত কাল তাঁকে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল। তবে ৭৪ রানের ইনিংস খেলে কোনও এক অজানা কারণে তিনি রিটায়ার্ড হার্ট হন। তবে ঠিক যেখানে ছেড়েছিলেন, মাঠে ফিরে আবার যেন সেখান থেকেই শুরু করলেন কেএল রাহুল।        

দেখতে দেখতেই রাহুল শতরানের গণ্ডি পার করে ফেলেন। তড়তড়িয়ে এগোচ্ছিল ভারতীয় দলের ইনিংস। ৬৬ ওভারে ২৬১ রান তুলে লাঞ্চে সাজঘরে ফেরেন রাহুল ও সুদর্শন। লাঞ্চের পর শতরানের গণ্ডি পার করে ফেলেন সুদর্শনও। তবে তারপরেই পুল শট মারতে গিয়ে আউট হন সুদর্শন। তার প্রায় সঙ্গে সঙ্গেই রাহুলও ক্যাচ দিয়েছিলেন। তবে টড মার্ফি ক্যাচ মিস করেন। জীবনদান পেয়ে রাহুল এই ম্য়াচের অধিনায়ক ধ্রুব জুরেলের সঙ্গে মিলে ইনিংস এগিয়ে নিয়ে যান। পঞ্চম উইকেটে দুইজনে ১১৫ রানের পার্টনারশিপ গড়েন। অর্ধশতরান হাঁকান জুরেল। তবে তিনি ম্যাত শেষ করে ফিরতে পারেননি।  

Continues below advertisement

জুরেল ৫৬ রানে আউট হওয়ার পরেও রাহুল ক্রিজে টিকেই ছিলেন। শেষমেশ নীতীশ কুমার রেড্ডি দ্রুত গতিতে রান যোগ করে দলের জয় নিশ্চিত করে ফেলেন। প্রথম টেস্ট ড্রয়ে শেষ হয়েছিল। তারপর ভারতীয় 'এ' দল এই ম্যাচ জেতায় তারা সিরিজ়ও জিতে নিল। অনবদ্য ১৭৬ রানের ইনিংস খেলায় রাহুলকেই ম্য়াচের সেরা ঘোষণা করা হয়।